X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মহিমাগঞ্জ সুগার মিলে ৪ মাসের বেতন বাকি, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১০:৫০আপডেট : ১৯ মে ২০১৯, ১০:৫৩

গাইবান্ধার মহিমাগঞ্জ সুগার মিল রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার মহিমাগঞ্জ সুগার মিলের চার শতাধিক শ্রমিক-কর্মচারী গত চার মাস ধরে বেতন ও মজুরি পাচ্ছেন না। এ সময়ে তাদের বকেয়া বেতনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।  আসন্ন ঈদের বোনাসসহ বকেয়ার পরিমাণ দাঁড়াবে ছয় কোটি টাকার ওপরে। এদিকে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিক-কর্মচারীরা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।

মিল কর্তৃপক্ষ বলছে, ক্রমাগত লোকসানের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া, গুদামে অবিক্রিত অবস্থায় ৪ হাজার ১৫০ মেট্রিক টন চিনি পড়ে আছে। চিনি অবিক্রিত থাকায় কারণে শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে। তবে ঈদের আগেই বকেয়া বেতন-মজুরি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

মিলের শ্রমিক আতোয়ার রহমান বলেন,‘চিনি বিক্রি হচ্ছে না এমন অজুহাতে কর্তৃপক্ষ চার মাস ধরে তাদের বেতন-মজুরির টাকা দিচ্ছে না। এতে তাদের চরম আর্থিক কষ্টে পড়তে হয়েছে। টাকার অভাবে ঠিকভাবে সংসার চালাতে পারছেন না। তাছাড়া ছেলে-মেয়ের লেখাপড়ার খরচও দিতে পারছে না। এ অবস্থায় আসন্ন ঈদে স্ত্রী, সন্তানদের নিয়ে কী করবেন, সেই ভাবনায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

আবদুর রহমান নামে আরেক শ্রমিক বলেন, ‘চলতি মৌসুমে মিল চালুর সময়  বেতন বকেয়া পড়ে চার মাসের। পরে চিনি বিক্রি করে  সেই চার মাসের বেতন দেওয়া হলেও ১৬ থেকে ২০ পারসেন্ট টাকা কেটে রাখে মিল কর্তৃপক্ষ। বর্তমানে আবারও চার মাসের বেতন ও মজুরি বকেয়া পড়েছে। একারণে আমাদেরকে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু নেতা বলেন, ‘চার মাসে সাড়ে চার শতাধিক শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন হিসেবে প্রায় ৫ কোটি টাকা পাওনা রয়েছে। ঈদের বোনাসসহ পাওনা টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ছয় কোটির ওপরে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত বকেয়া পরিশোধে কোনও উদ্যোগ নিচ্ছে না। এ অবস্থা চললে ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের যে অবস্থা হবে, ভাবা যায় না।’ ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-মজুরি পরিশোধের দাবিও জানান তিনি।

এদিকে, শুধু শ্রমিক-কর্মচারীদের বেতন-মজুরি নয়, মিলের আওতায় আখ চাষিদের পাওনা রয়েছে প্রায় সাত কোটি টাকা। এজন্য মিল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী  করেন চাষিরা। মিলের আওতাধীন মহিমাগঞ্জের চাষি আনারুল ইসলাম বলেন, ‘মিলে আখ দিয়েও টাকা পাচ্ছে না তারা। নানা অজুহাতে টাকা দিচ্ছেন না কর্তৃপক্ষ।  সময় মতো টাকা না পাওয়ায় অনেকেই আখ চাষে আগ্রহ হারাচ্ছেন ।’

মহিমাগঞ্জ সুগার মিল মিল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মিলের সাড়ে চার শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন বকেয়া পড়েছে প্রায় ৫ কোটি টাকা। ঈদে বোনাসসহ বকেয়ার পরিমাণ দাঁড়াবে ছয় কোটি টাকার ওপরে। চলতি মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নির্ধারণ করে চিনি উৎপাদন হয় প্রায় ৫ হাজার ৬শ’ মেট্রিক টন। অবিক্রিত অবস্থায় গুদামে চিনি মজুদ আছে ৪ হাজার ১৫০ মেট্রিক টন। এরমধ্যে চলতি মৌসুমে ২ হাজার ২৬০ মেট্রিক টন এবং গত মৌসুমের ১ হাজার ৮৯০ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় গুদামেই পড়ে আছে।

এ বিষয়ে মিলের ব্যস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘মিলের  গুদামে গত বছর ও এ বছরের উৎপাদিত চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। এই চিনি বিক্রি করতে পারলে  কোনও সমস্যা হতো না। তবে বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈদের আগেই অবিক্রিত চিনি বিক্রির চেষ্টা চলছে। চিনিগুলো বিক্রি করা সম্ভব হলেই শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-মজুরিপরিশোধ করা হবে।’ 

১৯৫৪ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ১৯২৫ একর জমিতে গড়ে উঠে মহিমাগঞ্জ চিনিকলটি। ১৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের ধারণ ক্ষমতা নিয়ে মিলটির প্রথম মাড়াই মৌসুম শুরু হয় ১৯৫৮ সালে। মিলটিতে নিয়মিত ও মৌসুম ভিক্তিক শ্রমিক-কর্মচারীর সংখ্যা ৮৫০ জন। তবে শুরু থেকে এ পর্যন্ত চিনিকলটি দুই-একবার লাভের মুখ দেখলেও বরাবরই লোকসানের মুখে রয়েছে এই চিনিকলটি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ