X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পার্বত্য এলাকা শিক্ষায় আর পিছিয়ে থাকবে না: শিক্ষামন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
২২ মে ২০১৯, ১৯:৪২আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৪৭

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রয়োজনী উপকরণ তুলে দেন শিক্ষামন্ত্রী পার্বত্য এলাকাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সরকার যা যা করা প্রয়োজন তাই করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে পার্বত্য এলাকা আর পিছিয়ে থাকবে না।

বুধবার (২২ মে) সকালে বান্দরবানের অরুণ সারকি টাউন হলে শিক্ষার জন্য আলো ও সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বান্দরবানে আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হবে, বান্দরবানে একটি বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান রয়েছে আর এখানে পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটও গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার এই বান্দরবানে স্থাপিত হবে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবেন।

এসময় পার্বত্য এলাকায় শিগগিরই শিক্ষক সংকট দূর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া