X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেরে কাঠমিস্ত্রিকে হাসপাতালে পাঠিয়ে চেয়ারম্যান বললেন ‘একটু শাসন’ করেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১১:৪৩আপডেট : ২৩ মে ২০১৯, ১২:১১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান মারধর করে কবির হোসেন নামের এক কাঠমিস্ত্রিকে হাসপাতালে পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধে গতকাল বুধবার বিকালে পরমেশ্বর্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই কাঠমিস্ত্রিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে চেয়ারম্যান ইউসুফ দেওয়ান দাবি করেছেন, জমি নিয়ে বিরোধ মেটাতে তিনি ওই কাঠমিস্ত্রিকে ‘একটু শাসন’ করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৃত আব্দুল মতিন মোল্লার ছেলে কাঠমিস্ত্রি কবির হোসেন সরকারি ১ একর ৮ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রভাব খাটিয়ে ওই জমির লিজ বাতিল করে তার আত্মীয় কাউসারের নামে লিজ নবায়ন করে নেন। লিজকৃত জমিতে একটি পুকুর রয়েছে। লিজ বাতিলের আগে পুকুরে কাঠমিস্ত্রি কবির হোসেন রুই, কাতলা, তেলাপিয়া, শিং ও কই মাছ চাষ করেন। সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয় কবির হোসেনের পক্ষে ওই চাষকৃত মাছ ধরার জন্য রায় দেয়। এ বিষয়টি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জানতে পেরে গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসী আনোয়ার মেম্বারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল নিয়ে ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন। পরে কবির হোসেন সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ ধরা বন্ধ করে দেয়। এতে চেয়ারম্যান ইউসুফ দেওয়ান কবির হোসেনের ওপর ক্ষিপ্ত হন। পরে বিকালে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে কবির হোসেনকে পেয়ে পিটিয়ে আহত করেন। কবিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কাঠমিস্ত্রি কবির হোসেনের ছোট ভাই আওলাদ হোসেন বলেন, ‘দীর্ঘ ৫৫ বছর ধরে সরকারের কাছ থেকে লিজ নিয়ে বিরোধকৃত সম্পত্তি আমরা ভোগদখল করে আসছি। সম্প্রতি নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের চোখ পড়ে ওই জমির দিকে। চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে আমাদের লিজ বাতিল করে তার আত্মীয় কাউসারের নামে লিজ নিয়ে নেন। আমরা চেয়ারম্যানের লিজ বাতিলের জন্য আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলা থাকার পরও চেয়ারম্যানের পালিত সন্ত্রাসী আনোয়ার মেম্বারের নেতৃত্বে আমাদের মাছ ধরে নিয়ে যাচ্ছিলো। পুলিশ নিয়ে আসার কারণে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নিজ হাতে আমার ভাইকে পিটিয়ে আহত করে।’

অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি লিজকৃত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ চলছে। এ ঝগড়া বিবাদ মীমাংসার জন্য একটু শাসন করেছি।’

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের