X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার হিলিতে ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

হিলি প্রতিনিধি
২৪ মে ২০১৯, ১৭:৩৮আপডেট : ২৪ মে ২০১৯, ১৭:৫২

ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গার মতো এবার দিনাজপুরের হিলিতে কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ মে) হিলির মুর্শিদপুরের নওপাড়া গ্রামের কৃষক শাহজাহান আলীর মাঠের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সবাই  মিলে ওই কৃষকের প্রায় ১৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অংশগ্রহণ করেন।

শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি গত কয়েক বছর ধরেই ধানের আবাদ করে আসছি। এবারও এক একর জমিতে বোরো ধান লাগিয়েছিলাম, ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তু এবার ধান কাটা শ্রমিকের মজুরি অত্যন্ত বেশি। গতবার যেখানে ৩০০  টাকা মজুরি ছিল সেখানে এবার সাড়ে ৫০০-৬০০ টাকায় দাঁড়িয়েছে। এর ওপরে তাকে দু’বেলা খাওয়াতে হবে। সেই তুলনায় বাজারে ধানের দাম পাচ্ছি না। এতে করে আমরা ধান উৎপাদন করে হতাশার মধ্যে পড়েছি। সরকারের কাছে অনুরোধ আমরা  যাতে ধানের ন্যায্যমূল্য পাই সে বিষয়টি নিশ্চিত করুক। ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে আমার মাঠে এসে ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’ 

হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বলেন, ‘চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। সরকার হাজার টাকার ওপরে ধানের মূল্য ঘোষণা করলেও বাজারে ধানের দাম না পাওয়ায় এবং শ্রমিকের মজুরি বেশি থাকায় কৃষকরা হতাশায় পড়ে গিয়েছেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আজ আমরা হিলির মুর্শিদপুর গ্রামের শাহাজাহান আলীর মাঠের ধান কেটে দিয়েছি।  আমরা সব সময় কৃষকের পাশে রয়েছি। তাদের যে কোনও সমস্যায় আমরা তাদের পাশে থাকবো।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া