X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেই দুই শিশুকে টয়লেটে নিয়ে ‘শ্বাসরোধে হত্যা’ করেন বাবা

নরসিংদী প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৩৩

দুই শিশুকে হত্যার ঘটনায় আটক তাদের বাবা শফিকুল ইসলাম  

নরসিংদী সদর উপজেলার কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বাবা শফিকুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, ভরণপোষণ ঠিকমতো দিতে না পারার কষ্ট সইতে না পেরে তিনি তার দুই মেয়েকে হত্যা করেছেন।

শনিবার (২৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

এসপি মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘ডাক্তার দেখানোর জন্য শফিকুল ইসলাম তার দুই মেয়েকে শিবপুর উপজেলা সদরে নিয়ে আসেন। কিন্তু সেখানে ডাক্তার না পাওয়ায় তাদের নিয়ে নরসিংদী সদরে আসেন। একপর্যায়ে দুই বোন লঞ্চঘাট দেখতে চাইলে তাদের কাউরিয়াপাড়া লঞ্চঘাটে নিয়ে আসেন শফিকুল ইসলাম।’

এসপি আরও বলেন, ‘লঞ্চঘাটে আসলে লিচু খেতে চায় মেয়ে দুটি। এসময় প্রথমে ছোট মেয়েকে লঞ্চঘাটের টয়লেটে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন শফিকুল এবং পরে একইভাবে তিনি বড় মেয়েকেও শ্বাসরোধ করে হত্যা করেন। ভরণপোষণ ঠিকমতো দিতে না পারার কষ্ট সইতে না পেরে তিনি মেয়ে দুটিকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ

এসপি জানান, লঞ্চঘাটের টয়লেট থেকে লাশ উদ্ধারের পর শফিকুল ইসলাম এসে নিহতদের তার সন্তান বলে দাবি করেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।

মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘শফিকুল তার দেওয়া বক্তব্যে স্থির থাকছেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাও বলেছেন। তবে ঘটনার স্থান ও সময়, নিহতদের গলায় আঘাতের চিহ্ন ও হত্যার বিবরণ থেকে আমরা নিশ্চিত, দুই মেয়েকে শফিকুলই হত্যা করেছেন।’

তিনি জানান, অভিযোগ না পাওয়ায় এখনও (শনিবার দুপুর) মামলা দায়ের হয়নি। আজ শনিবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শফিকুল ইসলামকে ‘মানসিক রোগাক্রান্ত’ বলে দাবি করেন তার ভাই রাফিকুল ইসলাম। তিনি বলেন, ‘১০-১১ বছর আগে মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে শফিকুলকে দুই-তিনমাস আবদ্ধ করে রাখা হয়। ওই সময় চিকিৎসাও করানো হয়। এরপর সুস্থ হয়ে উঠে সে। সম্প্রতি অভাব-অনটনে সে আবার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, যা পরিবারের সবাই লক্ষ্য করেছে।’

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটে এক শিশু ও এক কিশোরীর লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে নরসিংদী সদর মডেল থানার পুলিশ টয়লেটের ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে জানা যায়, নিহত নুসরাত জাহান তাইন (১১) ও তানিশা তাইয়েবা (৪) মনোহরদীর পূর্ব চালাক চর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

/এমএ/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা