X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৯ দিন

বেনাপোল প্রতিনিধি
৩১ মে ২০১৯, ০৯:২০আপডেট : ৩১ মে ২০১৯, ০৯:২৮

বেনাপোল স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৩১ মে) সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন এর মধ্যে হয়তো একদিন অফিশিয়াল কার্যক্রম চলতে পারে। বর্তমানে বন্দরের কার্যক্রম সপ্তাহে ৬ দিনে ২৪ ঘণ্টা চলমান রয়েছে।

লম্বা ছুটির কারণে গত কয়েকদিন প্রয়োজনীয় পণ্য খালাস নিতে বন্দরে বাড়তি ব্যস্ততাও দেখা গেছে। এতে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। টানা ৯ দিন বন্ধ ও ঈদের আগে তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল না করায় পণ্য সরবরাহ বন্ধ থাকবে। ফলে শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করেছেন। বেনাপোল-পেট্রাপোল গেট

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মহসিন মিলন জানান, ‘ঈদের ছুটির আগে ও পরে বন্দরে পণ্য পরিবহনে বিভিন্ন সংকট দেখা যায়। শিল্পকারখানায় উৎপাদন কাজে প্রচুর কাঁচামালের প্রয়োজন হয়। তাই ঈদের ছুটির প্রভাবে যেন উৎপাদন ব্যাহত না হয় এজন্য ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করে নিয়েছেন। আমদানি পণ্যের খালাশকৃত মালামালের মধ্যে ছিল শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ, কাঁচামাল ও খাদ্য সামগ্রী। রফতানি পণ্যের মধ্যে ছিল-পাট ও পাটজাত দ্রব্য, মাছ, গার্মেন্টস সামগ্রী ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য।’

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি বলেন, ‘ঈদের আগেই ব্যবসায়ীরা যাতে দ্রুত প্রয়োজনীয় পণ্য খালাস করে নিতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্তা নেওয়া হয়। তবে ঈদের ছুটির মধ্যে একদিন কার্যক্রম খোলা থাকতে পারে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি