X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৮:৪১আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:৫৪





বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরের রাস্তায় কাদা-পানি গত কয়েকদিনের থেমে থেমে নামা বৃষ্টিতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্ভোগ বেড়েছে। বুধবার (৫ জুন) থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের কাঁচা রাস্তায় কাদা-পানি জমে চলাচলে সমস্যা হচ্ছে। ভিজে চুপসে গেছে রোহিঙ্গাদের ঝুপড়িঘরগুলো। টেকনাফের নয়াপাড়া, মৌচনি, লেদা ও শালবাগানসহ কয়েকটি ক্যাম্প ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে কক্সবাজারে থেমে থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এতে বিপর্যয় বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।
টেকনাফের শালবাগান ক্যাম্পের মোহাম্মদ ইসমাইল বলেন, ‘বৃষ্টি শুরু হওয়াতে আমাদের ক্যাম্পে দুর্ভোগ বেড়েছে। এই ক্যাম্পটি পাহাড়ি এলাকায় হওয়ায় ভুমিধসের ভয় রয়েছে।’ তিনি বলেন, ‘সবকিছু হারিয়ে প্রাণ বাঁচতে রাখাইন থেকে পালিয়ে এসেছি। এপারে একটি ছোট্ট ঝুপড়িঘরে ঠাঁই মিলেছে। কিন্তু ঝড়-বৃষ্টিতে ঘরের এক অংশ ভেঙে গেছে।’
বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরে কাদা-পানি ওই ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম জানান, পাহাড় কেটে এই ক্যাম্পটি গড়ে উঠেছে । ফলে জোরে বাতাস হলেই নড়বড় করে ঝুপড়িঘরগুলো। ওপর থেকে নিচের দিকে পানি নামলে ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়। রাতে না ঘুমিয়ে বসে থাকতে হয়। রোহিঙ্গাদের কষ্টের যেন শেষ নেই।
টেকনাফের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘গত দু'দিনের অল্প বৃষ্টিতে পাহাড়ের ঢাল এবং পাদদেশে থাকা তাঁবুগুলোতে কাদা-পানি জমেছে। রোহিঙ্গাদের রান্নার কাজে সমস্যা হচ্ছে। ভারী বৃষ্টিপাত হলে এসব মানুষের কী হবে জানি না। ভারী বৃষ্টির আগেই এসব রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘বৃষ্টির পর ক্যাম্পের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। বেশি ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।’
বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরে কাদা-পানি এদিকে, টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘বৃষ্টি ও গরমের কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আসছে। জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীই বেশি। রোগীদের অধিকাংশই শিশু।’
প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে এসে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। তখন থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরও আগে তিন লাখ রোহিঙ্গা বিভিন্ন কারণে আশ্রয় নিতে বাংলাদেশে আসায় বর্তমানে উখিয়া ও টেকনাফের শিবিরগুলোতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। এদের বেশিরভাগই পাহাড় ও বন কেটে অস্থায়ী বসতি গড়ে তুলেছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জনমত সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট