X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জামায়াত ছাড়াই জয়ী হবো: বিএনপি প্রার্থী সিরাজ

বগুড়া প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২০:৫৪আপডেট : ১২ জুন ২০১৯, ২১:০২

বগুড়ায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের সংবাদ সম্মেলন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপনির্বাচনেও ২০ দলীয় জোটের শরিক জামায়াতের সমর্থন ছাড়াই জয়লাভ করবো। খালেদা জিয়ার এ আসনে টেম্পারিংযোগ্য ইভিএম মেশিন ব্যবহার আওয়ামী লীগ সরকারের অপকৌশল মাত্র। এ মেশিনের মাধ্যমে আমাকে বিজয়ী করে সারাদেশে ইভিএম জায়েজ করবে।’ বুধবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন, ‘সরকার ও প্রশাসনের বডি ল্যাংগুয়েজ বলে দিচ্ছে আগামী ২৪ জুনের উপনির্বাচন নিরপেক্ষ হবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তেমন প্রচারণা নেই। শহরের কেন্দ্রস্থল ছাড়া কোথায় পোস্টার চোখে পড়ছে না। তবে বিভিন্ন স্থানে লাগানো আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। এটা দুঃখজনক।’

কেন্দ্রীয় সিদ্ধান্তে বগুড়ার উপনির্বাচনে বিএনপি প্রার্থীকে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর কর্মীরা কোনও সহায়তা বা ভোট দিতে কেন্দ্রে যাবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘এ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জামায়াতের সমর্থন ছাড়াই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাই উপনির্বাচনে তারা সহযোগিতা না করলেও আমি নির্বাচিত হবো।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বগুড়া সদর আসনটি খালেদা জিয়ার ও তার পরিবারের। তাই এ আসনের ভার অনেক বেশি। এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করায় আমি কৃতজ্ঞ।’

ইভিএম মেশিনে কারচুপি হলে ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে সিরাজ বলেন, ‘তখন সেটা জনগণ বলবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, সিপার আল বখতিয়ার, কেএম খায়রুল বাশার, ছাত্রদল সভাপতি আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ