X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের কলেজছাত্র অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ২২:৩৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৪১

আদালত

মাদারীপুরের নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল' কলেজের ছাত্র  অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার (১৬ জুন) ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মনির কামাল এই রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাডভোকেট মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার আসামিরা হলো- লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল বেপারী (পলাতক), মহিউদ্দিন দর্জি (পলাতক), এমএম ফয়সাল আহমেদ, সেলিম (মৃত)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অহিদুজ্জামান মাদারীপুর জেলার নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল 'কলেজের ছাত্র। ২০১১ ও ২০১২ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে  ছাত্রলীগ প্যানেল থেকে কমনরুম সেক্রেটারি পদে নির্বাচিত হন তিনি।

জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ মহিউদ্দিন ইতালি থেকে সাভারে এক লোকের কাছে টাকা পাঠানোর কথা বলে অহিদুজ্জামানকে সেখানে যেতে বলে। অহিদুজ্জামান তার মাধ্যমে বন্ধু লেনিনের চাচা রেজাউলকে (ইতালিতে থাকেন) দশ লাখ টাকা দিয়েছিলেন বিদেশ যাওয়ার জন্য। মহিউদ্দিন রেজাউলের মাধ্যমে নিজে যেতে পারলেও অহিদুজ্জামানের যাওয়া হয়নি।  সেই টাকা ফেরতের কথা বলে আসামি শাহাবুদ্দিন, সেলিম, ফসসল ও লেনিন অহিদুজ্জামানকে বাড়ি থেকে ডেকে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কাশিমপুর চর দিঘালিয়া শাহ বেপারির ভুট্টা ক্ষেতে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

ওই ঘটনায় সিংগাইর থানার পুলিশের (উপ-পরিদর্শক) আ. ছালাম বাদী হয়ে একটি হত্যা  মামলা দায়ের করেন।

এরপর ২০১৪ সালের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বনিক অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৭ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগপত্রে ৪২ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন করেন ট্রাইব্যুনাল। এরপর ঘটনার দায় স্বীকার করে আসামি লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি ও সেলিম আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

 

 

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…