X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাজেট কী জিনিস বুঝি না’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১১:০৯আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৪৬

হাওরের কৃষকরা ‘বাজেট কী জিনিস বুঝি না, কেউ কয় না, তালাশও করি না। হুনচি (শুনছি) মাইনষে কয় (মানুষে বলে), বাজেট হইলে জিনিসের দাম বাড়ে। এদ্দুরই (এইটুকু) জানি।’ এভাবেই বাজেট সম্পর্কে নিজের ধারণার কথা জানালেন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক রওশন আলী। শুধু রওশন নন, তার মতো একই অবস্থা হাওর পাড়ের কৃষকদের।

সোনাপুর গ্রামের বর্গাচাষি আবুল কাশেম বলেন, ‘ট্রাক্টর দিয়ে জমি চাষমেশিন দিয়ে ধান কাটা, ট্রলি দিয়ে পরিবহন করা ধান মাড়াইও মেশিনে করতে হয়। অথচ নিজের পকেটের টাকা দিয়ে কোনও ব্যক্তি একা এসব মেশিন কিনতে পারবে না। তাই সরকারি সাহায্য প্রয়োজন। বাজেটে কৃষকদের জন্য এসবের ব্যবস্থা করতে হবে।’

হাওর পাড়ের লোকজন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের কৃষক আলী হোসেন বলেন, ‘কৃষকদের জন্য এক জায়গা থেকে সবকিছু পাওয়া ব্যবস্থা করতে হবে। কৃষিঋণ, কৃষি বিষয়ক পরামর্শ, সার, বীজসহ সব ধরনের কৃষি উপকরণ নির্দিষ্ট একটি জায়গায় পাওয়া ব্যবস্থা করতে হবে। তাহলে কৃষক অনেক উপকৃত হবেন।’ 

হাওর পাড়ের লোকজন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণজিত চৌধুরী রাজন বলেন, বাজেটে হাওর এলাকার কৃষকদের চাহিদা বিবেচনা করে আলাদা বরাদ্দ দিতে হবে। তাহলে কৃষক বাজেট থেকে লাভবান হতে পারবেন।

হাওর সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, হাওর এলাকার কৃষকদের জন্য ধানের  উৎপাদন খরচ ও বিক্রির মধ্যে ভারসাম্য আনতে হবে। হাওর এলাকার পর্যটন শিল্পকে উন্নত করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কৃষিতে প্রণোদনা এবং ভর্তুকি আরও বাড়াতে হবে। তা না হলে কৃষকরা ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন। যার কারণে দেশের খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা