X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত, আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৭:২৫আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৩০

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিরা লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি বনগ্রামে সোমবার (১৭ জুন) জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে লাকী আক্তার (১৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন। লাকী আক্তার বনগ্রামের নজরুল ইসলামের মেয়ে। সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় নজরুল ইসলাম ও কদম আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ১৮ বিঘা জমি নিয়ে আদালতে মামলা চলছিল। কিছুদিন আগে আদালতের মাধ্যমে জমির মালিকানা বুঝে পান কদম আলী। কিন্তু নজরুল ইসলাম জমির দখল ছাড়েনি। কদম আলীর ছেলে, ভাতিজা ও নাতিরা জমিতে ঘর তুলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে লাকী আক্তার নামে এক শিশু নিহত হয়। কদম আলীসহ তার পরিবারের ছয়জনকে আটক করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা করা হবে।’
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, বনগ্রামের হবিবর রহমানের ছেলে আবু বক্কর (৪৫), মৃত. আলিমুদ্দিনের ছেলে নুর আলম (৪৫), নুর আলমের ছেলে সোহেল রানা (২২), মৃত. রমিজ উদ্দিনের ছেলে কদম আলী (৭০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃত. আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন (২২) ও সুমন আলী (২৪)। আহতদের মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালসহ অন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লাকী আক্তারের বাবা নজরুল ইসলাম (৪৫), তার দাদি চন্দ্র বানু (৫৯), শারীরিক প্রতিবন্ধী ফুফু সুমর্থ বানু (৩৮) এবং কদম আলীর দুই ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও শুকুর আলী (৪০)।
চিকিৎসাধীন নজরুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল ৯ টার দিকে স্থানীয় কদম আলীর ছেলে শুকুর আলী ও তার পক্ষে ২০ থেকে ২৫ জন লোক আমার দখলে থাকা জমিতে ঘর তুলতে আসে। আমি বাধা দিই। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তারা আমার মেয়ের মাথায় আঘাত করে। আমার মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলি। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারি আমার মেয়ে লাকী বেঁচে নাই।’
এ বিষয়ে কদম আলী বলেন, ‘আমি বৃদ্ধ লোক, মারামারির ঘটনাস্থলে যাইনি। ছেলে, নাতি ও ভাতিজারা ছিল। সেখানে কীভাবে কী ঘটেছে তা জানি না। কিন্তু ১০ থেকে ১২ বছর ধরে আমার ১৮ বিঘা জমি দখল করে রেখেছে নজরুল ইসলাম। আদালতের রায়ও তিনি মানেন না।’

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া