X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের চিঠি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ২২:০৪আপডেট : ১৮ জুন ২০১৯, ২৩:০৯

প্রধানমন্ত্রীকে লেখা রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতারা। এজন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিটি তারা কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে পৌঁছে দেন বলে জানান এআরএসপিএইচের চেয়ারম্যান মুহিব উল্লাহ।

এ চিঠির বিষয়বস্তু প্রসঙ্গে মুহিব উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে মিয়ানমারের মিথ্যাচার, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা এবং মিয়ানমারের প্রতি বহির্বিশ্বের চাপ না থাকার বিষয়টি তুলে ধরেছেন, যা সম্পূর্ণ সত্য। চিঠিতে তার সঙ্গে আমরা একমত পোষণ করেছি। সত্যি কথাগুলো তুলে ধরার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি।’  প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রীর পাশে থেকে রোহিঙ্গারা একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো আরেক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একমত যে, মিয়ানমার সরকার আমাদেরকে গ্রহণ করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে না। আমরা হতাশ এ কারণে যে, আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইন রাজ্যের অবস্থা উন্নত করার জন্য মিয়ানমারের ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না। আমরা মনে করি, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারকে চাপ দিচ্ছে। রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি হারিয়ে যাচ্ছে। আমরা শুনেছি, রোহিঙ্গারা অনেক দিন ধরে বাংলাদেশে থাকবে। এটি কি আপনারা চান? বাংলাদেশ আমাদের বাড়ি নয়। আমরা চিরদিনের জন্য শরণার্থী ক্যাম্পে থাকতে চাই না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাখাইনে রোহিঙ্গাদের বাড়ি রয়েছে। তারা সেখানে ফিরতে চায়? তবে নাগরিক অধিকার নিয়ে বাড়ি ফেরার পর মিয়ানমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করছে না। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে চাপ দিচ্ছে না রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত নিতে?  রোহিঙ্গারা কী চায়, সেটি আন্তর্জাতিক সম্প্রদায় চিন্তা করে না। তারা সত্যিই আমাদের কথা শোনে না। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই উদার মনে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য। আমরা জানি, এটি সবার জন্যই সংকটজনক। তাই  নিরাপদ ও সম্মানিত প্রত্যাবাসনের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’

চিঠির প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘রোহিঙ্গাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য কোনও চিঠি পায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর বাইরে কিছু বলতে পারছি না।’

আরও পড়ুন: রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না যাওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে দুষলেন প্রধানমন্ত্রী

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া