X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পবায় আওয়ামী লীগ প্রার্থী মুনসুর বিজয়ী

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০১:৩০আপডেট : ১৯ জুন ২০১৯, ০১:৩১

মুনসুর রহমান রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনসুর রহমান। তিনি নৌকা প্রতীক নিয়ে ৩৫ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আশরাফুল হক হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৮৪২ ভোট। পবায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ওয়াজেদ আলী খান। তিনি তালা প্রতীকে ভোট পেয়েছেন ১৬ হাজার ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রাজ্জাক বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪ হাজার ৪৯৯। অন্য প্রার্থীদের মধ্যে এএফএম আহসান উদ্দিন মামুন মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ২৮৮, আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২৬৬ ও রবিউল জামান বাবলু উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ১৫৬।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেত্রী আরজিয়া বেগম। তিনি কলস প্রতীকে ১৯ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীতা বেগম ভোট পেয়েছেন ১৭ হাজার ৩৪২। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে সুফিয়া বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ২১১।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৭৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারের উপস্থিতি কম ছিল। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদ নেওয়াজ বলেন, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা