X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে বিএনপি প্রার্থীর জয়

বগুড়া প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ২১:০৭আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:১৭

বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫৭ হাজার ৪৪৫।
ভোট গণনা শেষে সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ বিএনপি প্রার্থীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।

এ সময় তিনি আরও জানান, নির্বাচনে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে এক লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট পড়ে। ভোটগ্রহণের হার ছিল ৩৪.৫৫ শতাংশ। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

বগুড়া-৬ উপনির্বাচনের ফল সংগ্রহ করছেন বিএনপির জয়ী প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘মানুষের মন থেকে ইভিএম ভীতি কাটেনি। ব্যালটে ভোট হলে দ্বিগুণ ভোট পেতাম। গত ১০ বছরে দেশে ভোটের কালচার নষ্ট হয়ে গেছে।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি নুরুল ইসলাম ওমর (লাঙল) পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ড. মনসুর রহমান (ডাব) পেয়েছেন ৪৫৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন) পেয়েছেন ৫৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল (আপেল) পেয়েছেন ২ হাজার ৯২০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক) পেয়েছেন ৬৩০ ভোট।

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন গঠিত। এ আসনের মোট ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ১৪১টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হন। পরে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা