X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০১৯, ০৫:৪৭আপডেট : ২৫ জুন ২০১৯, ০৫:৫১





সংঘর্ষে আহতদের কয়েকজন বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে পশ্চিম বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার পরিদর্শক রফিকুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

রফিকুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম বাহারছড়ার আনসার-এনামুলদের সঙ্গে একই এলাকার গিয়াস মেম্বার-হারুনদের বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জেরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’ তিনি বলেন, ‘দুই-তিন দিন আগে মসজিদ থেকে আসার পথে আবদুল মালেকের ছেলে সোহেল ও জিয়াবুল হোসেনের ছেলে নাঈমের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনায় জিয়াবুলের স্ত্রী আব্দুল মালেকের কাছে বিচার দিতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।’
সংঘর্ষে আহতদের কয়েকজন স্থানীয়রা জানান, উভয় পক্ষের লোকজন দা, কিরিচ, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ করেন। এতে ২৫ থেকে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনিরা ইয়াছমিন জানিয়েছেন, ‘বাহারছড়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা