X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১৭:২৫আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:২৫

শ্রীপুরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনা আক্তার (২২) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে রাজাবাড়ী বাজার অগ্রণী ব্যাংকের পেছনের একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সাবিনা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জোঁকা গ্রামের লাল মিয়ার মেয়ে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই পুকুরে নারীর ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রড সিমেন্টের পাকা খুঁটির সঙ্গে নারীর হাত-পা বেঁধে পুকুরে ফেলে রাখা হয়েছিল।
নিহতের খালা ছোলেমা বেগম জানান, গত বছর তিনেক আগে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার আকতার হোসেনের ছেলে নাহিদের সঙ্গে সাবিনার বিয়ে হয়। তখন থেকেই গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সেখান থেকে নাহিদের সঙ্গে পরিচয় ও পরে বিয়ে হয়। এরপর থেকে নাহিদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে সাবিনা শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের শারমিন টেক্সটাইল লিমিটেডে শ্রমিকের চাকরি নেন। তাদের দেড় বছরের ছেলে সন্তান রয়েছে।
তিনি আরও জানান, সাবিনা ২/৩ জন ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলতো। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছেলেদের একজন মোটরসাইকেলে করে সাবিনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন জানান, ধারণা করা হচ্ছে সাবিনাকে হত্যা করে ঘাতক পুকুরে খুঁটির সঙ্গে লাশ বেঁধে রাখে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী