বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে রিয়াদ হাসান হৃদয় নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার মরাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন জানান, শিশু রিয়াদ হাসান হৃদয় মরাগাড়ি এলাকার বাবু মিয়ার ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। দীর্ঘ সময় পরও বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।