X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের দায়ে ঘটক ও বরের এক মাসের জেল

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৯:০৬আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:০৭

মানিকগঞ্জ

বাল্যবিয়ের প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘটক এবং বরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুরে এই রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।

দণ্ডপ্রাপ্ত ঘটক কাউসার হোসেন (৩৫) ঢাকার ধামরাই উপজেলার চরবাউটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং বর ইব্রাহীম (২৮) একই গ্রামের হাসমত আলীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের ডায়মন্ড প্লাজার নিচ তলার নিকাহ রেজিস্ট্রার কাজী মো. মনিরুজ্জামানের অফিসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দণ্ডপ্রাপ্ত ঘটক, বর-কনে এবং কনের পরিবারের সদস্যদের পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কনের বয়স ১৪ বছর এবং নবম শ্রেণির ছাত্রী হওয়ায় বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ঘটক এবং বরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে কাজীকে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধেও আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।’

৪ কাজীর কার্যক্রম স্থগিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার অপরাধে এবং বাল্যবিয়ের দায়ে মানিকগঞ্জের ৪ জন নিকাহ রেজিস্ট্রারের নিকাহ রেজিস্ট্রি এবং তালাক রেজিস্ট্রি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হযেছে।

তারা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাজী মো. শফিকুল ইসলাম ও বেতিলা মিতরা ইউনিয়নের কাজী মো. আব্দুস সালাম, ঘিওর উপজেলার বাণিয়াজুরী ইউনিয়নের কাজী মো. সাইফুল ইসলাম এবং মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী এস এম সাইফুল্লাহ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫