X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নিরাপদ পানি ও খাদ্য সংকটে লাখো পানিবন্দি মানুষ

নীলফামারী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১৯:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৫০

বাঁধ ভেঙে গ্রামগুলোতে পানি ঢুকেছে নীলফামারীতে টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে বন্যার পানি গত কয়েকদিনে ওঠা-নামা করেছে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ডিমলা ও জলঢাকার কমপক্ষে ৩৫টি গ্রামের দুই লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। নিরাপদ পানি ও খাদ্য সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছে। এসব এলাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে হু-হু করে। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের পানি পরিমাপক উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের বানভাসি আশরাফ আলী (৬৫) বলেন, ‘নদীর পানি বৃদ্ধির ফলে ছোটখাতা গ্রামের সাত শতাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে। পানিবন্দি এসব পরিবার চুলা জ্বালাতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে। এছাড়া শিশুদের খাবার সংকট সৃষ্টি হয়েছে।’

ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘তিস্তাবেষ্টিত এলাকার প্রায় পাঁচটি সুরক্ষা বাঁধ ভেঙে গিয়ে গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে। বন্যাকবলিত এলাকার মানুষজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।’ তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার দাবি করেন তিনি। ত্রাণ সংকটের কথা জানিয়ে তিনি বলেন, ‘যতটুকু ত্রাণ বিতরণ করা হয়েছে, তা বন্যাকবলিত মানুষের পর্যাপ্ত নয়।’

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘৭ জুলাই ভোর রাত থেকে এই এলাকায় নদীর পানি বাড়তে শুরু করে। বন্যার পানি ওঠানামার ফলে ইউনিয়নের ঝাড়শিংহেশ্বর, পূর্বছাতনাই গ্রামের দুই হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধানের বীজতলার। পরপর দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষের শত শত একর পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত বলেন, ‘বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ডিমলা উপজেলার বানভাসিদের জন্য ১৫০ মেট্রিকটন চাল, দেড় হাজার প্যাকেট শুকনো খাবার, নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে ৫০ মেট্রিকটন চাল, ৫০ হাজার টাকা এবং ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়াও অতিরিক্ত ৫০০ মেট্রিকটন চাল, পাঁচ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবারের জন্য আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেগুলো আসলে দ্রুত বণ্টন করা হবে। সরকারের পক্ষে এ ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।’

তিনি জানান, এবারে বন্যায় নীলফামারীতে পাঁচ কিলোমিটার বাঁধ, ২০৬ কিলোমিটার কাঁচা রাস্তা, ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০০৮টি টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী