X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে লক্ষাধিক মানুষ পানিবন্দি

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১৮ জুলাই ২০১৯, ১৮:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:২৫

 

প্লাবিত এলাকা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের প্রায় অর্ধশত গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্য সংকটে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় গরু-ছাগল ও পরিবার-পরিজন নিয়ে বাঁধ ও উঁচু বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিতরা। পানি প্রবেশ করায় এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্যাকবলিত এলাকা জেলার ভূঞাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভার মধ্যে গাবসারা ও অর্জুনা ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও গোবিন্দাসী, নিকরাইল, ফলদা ও পৌর সভা আংশিক প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩৫ হাজার পরিবারের এক লাখ ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।’ এসব বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

প্লাবিত এলাকা স্থানীয়রা জানান, সদর উপজেলার মাহমুদ নগর, নাগরপুর উপজেলার কয়েকশ পরিবার ও মির্জাপুরের বংশাই নদীর তীরবর্তী এলাকার বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর কোনও উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড।

ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির বলেন, ‘গাবসারা ইউনিয়ন পুরোটাই তলিয়ে গেছে। এখন পর্যন্ত কোনও ধরনের ত্রাণ সহায়তা পাওয়া যায়নি।’

বন্যার পানি বাড়িঘরে ঢুকে পড়েছে এদিকে, বুধবার (১৭ জুলাই) রাতে ভূঞাপুরের তারাই এলাকায় বাঁধ ভেঙে নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি সড়ক।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা, পুংলী, ঝিনাই, বংশাই ও ধলেশ্বরীর নদীতে পানি বেড়েছে। এর মধ্যে যমুনার পানি বিপদসীমার ৭২ সে.মি., ধলেশ্বরীর দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের কাছে বিপদসীমার ৮৯ সে.মি. এবং ঝিনাই নদীর কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় বিপদসীমার ৪৫ সে.মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পুংলী ও বংশাই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে।’ আগামী দুই দিন পানি আরও বাড়তে পারে বলে তিনি জানান।

প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের কয়েকজন টাঙ্গাইলের জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বন্যাকবলিতদের জন্য ২০০ মেট্রিক টন চাল ও নগদ তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। আরও তিনশ মেট্রিক টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা