X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

১৪ দিন বিদ্যুৎহীন বরকল ও জুরাছড়ি উপজেলা

রাঙামাটি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৮:২৭আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৮:৩৭

বিদ্যুৎ ভবন, রাঙামাটি (ছবি– প্রতিনিধি)

গত ১৪ দিন ধরে রাঙামাটির বরকল ও জুরাছড়ি উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। সর্বশেষ গত ৬ জুলাই এ দুই উপজেলায় বিদ্যুৎ ছিল।  স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর দুই উপজেলার নির্বাহী অফিসার বলছেন, বিদ্যুৎ না থাকায় সরকারি কাজ ঠিকঠাক করা যাচ্ছে না। এদিকে, বিদ্যুৎ বিভাগ বলছে, আগামীকাল শনিবারের (২০ জুলাই) মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।

স্থানীয়দের অভিযোগ, আকাশে মেঘ করলে বা হালকা বাতাস এলেই বিদ্যুৎ থাকে না দুই উপজেলায়। ‘লাইনে সমস্যা’ এমন অজুহাত দেখিয়ে তাদের ভোগায় বিদ্যুৎ বিভাগ। অনেকসময় লো-ভোল্টেজ করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জুরাইছড়ি উপজেলাবাসী। রবিবারের মধ্যে বিদ্যুৎ না এলে বিল বর্জনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা তপন কান্তি দে বলেন, ‘২০১৫ সালে বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই উপকেন্দ্র থেকে জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয় সরকার। কিন্তু তখন থেকে মাসে গড়ে ১৫-২০ দিন বিদ্যুৎ থাকে না। আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ না এলে বিল বর্জন, জেলা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গেও কথা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন, বিদ্যুতের আর খবর নেই। আমরা নিরুপায়।’

রাঙামাটি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মো. মিরাজ হোসেন বলেন, ‘গত ৬ জুলাই থেকে ভারী বর্ষণ শুরু হয়। এ কারণে লাইনে সমস্যা হয়েছে। বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল –এই তিন উপজেলায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। ইতোমধ্যে বিলাইছড়িতে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। আশা করছি, আগামীকালকের মধ্যে বাকি দুই উপজেলায় বিদ্যুৎ দেওয়া যাবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন