X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডুবে যাওয়া দুই লাইটার জাহাজের ২১ নাবিক জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০১৯, ০৫:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৫:৩৯

ডুবে যাওয়া দুই লাইটার জাহাজের ২১ নাবিক জীবিত উদ্ধার উত্তাল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ক্লিংকারবাহী জাহাজ এমভি টিটু-১৮ এবং এমভি টিটু-১৯-এর ২১ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে এখনও দুই থেকে তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত নাবিকদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মিরসরাইয়ের শায়েস্তা খান, ফিরোজ খান, সেলিম, টাঙ্গাইলের সিদ্দিক (ইঞ্জি. ড্রাইভার), হাতিয়ার ইসহাক, সৈকত আলী, ভোলার আবদুর রহিম, ফেনীর ইকবাল হোসেন, শিবলু, ছাগলনাইয়ার আবদুর রহিম এবং মাগুরার মেহেদি।

রাশেদুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টার দিকে জাহাজ দু’টি সাগরে নিমজ্জিত হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনী এমভি টিটু-১৮ থেকে ১০ জন ক্রু-কে উদ্ধার করে নৌবাহিনী। অপর জাহাজ এমভি টিটু-১৯-এর ১১ জন নাবিককে উদ্ধার করে বিমান বাহিনী। বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।’

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬ দিকে উদ্ধার নাবিকদের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক-এ নিয়ে আসা হয়। পরে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের আবুল খায়ের গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও দুই থেকে তিনজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই করে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাওয়ার পথে বুধবার বিকাল ৩টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে জাহাজ দুইটি ডুবে যায়। প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর জাহাজটির হ্যাজ ভেঙে পড়ে। পরে জাহাজ দু’টি ঠেঙ্গারচর এলাকায় ডুবে যায়। জাহাজটি দু’টিতে ১২ জন করে নাবিক ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া