X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১০:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১০:৫৮

পাটুরিয়া- দৌতলতিয়া দিয়ে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল করছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটি) সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম।

এর আগে বুধবার বিকাল ৩টা থেকে বৈরী আবহাওয়ার কারণে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। গত রাতে প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি চলাচলও বিঘ্নিত হয়।  প্রতিকূল স্রোত উপেক্ষা করে রাতে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করতে পেরেছে।

বিআইডাব্লিউটি এর সহকারী পরিচালক ফরিদুল আলম জানান,  ঝড়ো বাতাস, পদ্মার প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার বিকেল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকে ৭টার দিকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।  

বিআইডাব্লিউটি এর ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, এখনো ঈদের চাপ শুরু হয়নি। লঞ্চে কোনও ধরনের ভীড় নেই। স্বাভাবিক সময়ের মতো যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। তবে গার্মেন্টসগুলো ছুটি হলেই লঞ্চে বাড়তি চাপ পড়বে।        

এদিকে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)  মহিউদ্দিন রাসেল জানান, ঝড়ো বাতাসে পদ্মা নদীতে সৃষ্ট প্রচণ্ড স্রোত আর ঢেউয়ের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।  পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে এখনও ফেরি পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন আটকে আছে। ঢেউয়ের কারণে নদী পথে ছোট ফেরিগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে।  ৯টি রো- রো (বড়) ফেরি চলাচল করলেও পারাপারে  দ্বিগুন সময় লাগছে। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে এসেছে।

ওই কর্মকর্তা আরও জানান, পাটুরিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন আটকে আছে। এর মধ্যে দুই শতাধিক পণ্য বোঝাই ট্রাক আর বাকীগুলো বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।

সূত্র মতে, পাটুরিয়া ফেরিঘাট এলাকায়  ঘণ্টা খানেক অপেক্ষা করে যাত্রীবাহী বাস পারের সুযোগ পেলেও গরু বহনকারী খালি ট্রাকগুলোকে পার হওয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। এ কারণে ভোগান্তির পাশাপাশি তারা গরুর ট্রিপ নিয়েও চিন্তিত।

   

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…