X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পৌর মেয়রের সরকারি গাড়িতে ফেনসিডিল, সন্দেহের তীর ছেলের দিকে

বগুড়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১১:১৩আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১১:১৯

র‌্যাবের হাতে জব্দ হওয়া মেয়রের সরকারি জিপ

বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আবদুস সাত্তারের সরকারি গাড়িটি ৫০২ বোতল ফেনসিডিলসহ গাজীপুরে র‌্যাবের হাতে ধরা পড়ায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গাড়িতে ফেনসিডিল থাকার সন্দেহের তীর এখন মেয়রের ছেলে মোস্তাফিজুর রহমান রিপনের দিকে। অনেকেই বলছেন, ঘটনার সময় মাদকাসক্ত রিপন গাড়িতে ছিলেন, সুযোগ বুঝে পালিয়ে গেছেন। আবার কেউ বলছেন,তাকেও গ্রেফতার করা হয়েছিল। কিন্তু বিশেষ তদবিরে ছেড়ে দেওয়া হয়েছে। নিজেকে শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করে মেয়রের ছেলে মোস্তাফিজুর রহমান রিপন বলেন, ‘পৌর কাউন্সিলর ববিকে প্যানেল মেয়র না করায় তিনি (ববি) এসব গুজব ছড়াচ্ছেন।’

জানা গেছে, র‌্যাব-৪ এর সদস্যরা গোপনে খবর পেয়ে গত ১ আগস্ট বিকালে গাজীপুরের কোনাবাড়ির জরুন কুদ্দুসনগর এলাকা থেকে বগুড়ার শেরপুর পৌর মেয়র আবদুস সাত্তারের সরকারি গাড়ি (ঢাকা মেট্রো-ঠ-১৩-৪০৪১) জব্দ করেন। ওই গাড়ি থেকে ৫০২ বোতল ফেনসিডিল ও ৪৩ হাজার টাকাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— গাড়ির চালক বগুড়ার শেরপুর উপজেলার তালতা গ্রামের মৃত আফসার আলীর ছেলে নুর আলম মুন্নাফ (২৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু (৩৫) ও হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান (২৬)। পরদিন র‌্যাবের নয়েক সুবেদার তফসির তরফদার কোনাবাড়ি থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। এজাহারে দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের স্বপন হাড়িকে পলাতক আসামি দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, মেয়রের গাড়িতে করে দীর্ঘদিন ফেনসিডিল পাচারের ঘটনা সবাই জানেন। দু’বছর আগে সেলিম নামে এক যুবলীগ নেতা ওই গাড়ির ছবিসহ ফেসবুকে এ ব্যাপারে স্ট্যাটাস দিয়েছিলেন। এর আগেও মুন্নাফ এ গাড়ি নিয়ে তিন দিন নিখোঁজ ছিলেন। তিনি বলেন, ‘পৌরসভার মাসিক সভায় এ ঘটনায় মেয়রকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তখন বিষয়টি গুরুত্ব দেননি। এখন পৌরসভার সরকারি গাড়ি মাদকসহ আটক হলো। এতে পৌরবাসীকে অপমানিত হতে হয়েছে।’ তিনি প্রশাসনের কাছে এ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিকে খুঁজে বের করতে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এ ব্যাপারে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করতে বাধ্য হবেন বলেও জানান।
ফেনসিডিলসহ মেয়রের গাড়ি র‌্যাবের হাতে জব্দ হওয়ার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে শেরপুর উপজেলায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মেয়র আবদুস সাত্তারের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার স্বজনরা না প্রকাশ না করে ঘটনা সম্পর্কে জানান, মেয়র তার অসুস্থ স্ত্রীকে দেখতে সরকারি গাড়িতে করে ঢাকায় যান। এরপর চালক মুন্নাফ গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে নেবার কথা বলে বের হন। তিনি গাড়ি নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে যান এবং ওই গাড়িতে করে  ফেনসিডিল নিয়ে ঢাকায় ফেরার সময় র‌্যাবের হাতে ধরা পড়েন। তবে অনেকের সন্দেহ মেয়রের মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুর রহমান রিপন এ ঘটনার সঙ্গে জড়িত আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ দাবি করেছেন, আটকের সময় গাড়িতে মাদকাসক্ত রিপনও ছিলেন। তিনি কৌশলে পালিয়ে যান। আবার কেউ কেউ বলেছেন, তাকে গ্রেফতার হয়েছিল। কিন্তু প্রভাবশালীদের তদবিরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে মেয়রের ছেলে রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাউন্সিলর ববি পৌর প্যানেল মেয়র হতে না পেরে তিনি এসব গুজব রটাচ্ছেন।’ শেরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মেয়রের ছেলে রিপন মাদকাসক্ত জানি। তবে তিনি ওই ঘটনায় জড়িত কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম