X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঈদ শেষে স্বস্তিতেই কর্মস্থলে ফিরবে মানুষ: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১২:৪০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১২:৫০





নোয়াখালীতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগে কয়েকদিন নদীতে তীব্র স্রোত ও ভারী বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। পশুবাহী গাড়ির জন্যও চলাচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। শুধু ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে। তবে সেটা ঈদের আগের দিন ছিল না। শেষটা যার ভালো, সেটাই তার ভালো। শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরেছে। একইভাবে স্বস্তিতেই কর্মস্থলে ফিরে যাবে বলে আমি মনে করি।’

সোমবার (১২ আগস্ট) নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করা হবে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র আমাদের সবার কাম্য। আজকের দিনে এটাই হোক আমাদের প্রার্থনা।’

সেতু মন্ত্রী বলেন, ‘বর্তমানে যে হারে ডেঙ্গুর প্রকোপ ছড়াচ্ছে, তাতে আমাদের সবাইকে নিজ নিজ বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।’

এর আগে মন্ত্রী বাবা-মায়ের কবর জিয়ারত করেন। তিনি স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং নেতাকর্মীদের খোঁজ খবর নেন। দীর্ঘদিন পর ওবায়দুল কাদেরকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী তার অসুস্থতার সময় নেতাকর্মীদের আন্তরিক ভালোবাসা ও তার জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স সদস্য ফখরুল ইসলাম রাহাতসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গত১৫ মে দেশে ফিরেন ওবায়দুল কাদের। দেশে আসলেও শারীরিক কারণে তিনি নিজ গ্রামে আসতে পারেননি। অসুস্থতার পাঁচ মাস ছয় দিন পর তিনি নিজ নির্বাচনি এলাকায় এলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা