X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ধীরগতি, ব্যয় বেড়েছে ৬৬৫ কোটি টাকা

খুলনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ০৬:৫৭আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৬:৫৮

খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ধীরগতি, ব্যয় বেড়েছে ৬৬৫ কোটি টাকা খুলান ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে নানা কারণে কাজে ধীরগতি সৃষ্টি হয়েছে। যার কারণে এ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ গত জুনে। যা ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর প্রকল্পের নির্ধারিত ব্যয় ধরা ছিল ৩ হাজার ২৫৩ কোটি ৭৬ লাখ ১৭ হাজার টাকা। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৯ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকায়। ব্যয় বেড়েছে ৬৬৫ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার টাকা।
জানা গেছে, ২০১৬ সালের ৩ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খুলনায় দুশ’ থেকে তিনশ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের ১৭ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। ২০১৮ সালের ১০ ডিসেম্বর চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে পিডিবি’র ঋণ চুক্তি হয়। রাষ্ট্রীয় গ্যারান্টি চুক্তি হয় চলতি বছরের ২৪ জানুয়ারি। আর চুক্তি কার্যকর হয় চলতি বছরের ৩০ এপ্রিল। ফলে প্রকল্পের নির্মাণ কাজে ধীরগতি দেখা দেয়।
চলতি বছরের ১৮ জুন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক সহায়তা ২ হাজার ৩৭০ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা, জিওবি ১ হাজার ৩ কোটি ৬৩ লাখ ৫২ হাজার টাকা। বাকি ৫৪৫ কোটি ২০ লাখ ৯৯ হাজার টাকা দেবে পিডিবি। প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি আইএলএফ, পোলাস্কা, পোল্যান্ড এবং দেশি ইসিবিএল, বাংলাদেশ লিমিটেড।
খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল নির্মাণ প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক (এসই) প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে খুলনা বিদ্যুৎকেন্দ্র পুনরুজ্জীবিত হবে। প্রকল্পের অগ্রগতি হয়েছে ১২ দশমিক ৮২ শতাংশ। স্থাপনা ভাঙার কাজ প্রায় শেষ। পাশাপাশি নতুন করে একটি তিনতলা বিশিষ্ট স্কুল নির্মাণ কাজ চলছে। যার তৃতীয় তলার ছাদের ঢালাই শেষ হয়েছে। প্রকল্প এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী মো. শাহাজাহান বলেন, ‘২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান স্থাপনা ভাঙার কাজ শুরু করে। প্রকল্প এলাকায় পাইল টেস্টের জন্য বোরিং শুরু হয় ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর। যা শেষ হয় ৮ অক্টোবর। আর পাইল টেস্ট শুরু হয় ৭ নভেম্বর। পাইল টেস্ট শেষ হয় চলতি বছরের ৬ জানুয়ারি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর খালিশপুরের খুলনা বিদ্যুৎকেন্দ্রের ৬০ মেগাওয়াট কেন্দ্রটি বন্ধ হয় ২০১২ সালের ৩০ নভেম্বর। ধুঁকে ধুঁকে চলা ১১০ মেগাওয়াট কেন্দ্রটিও ২০১৫ সালের ৩১ মে থেকে বন্ধ রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের প্রায় ৬২ দশমিক ৫ একর জমির মধ্যে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি প্রায় ১২ দশমিক ৫ একর জমি প্লান্টের জন্য নিয়েছে। বাকি জমির মধ্যে প্রায় ২০ একর জমিতে ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ চলছে।
এ প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল নির্মাণ প্রকল্প’। যা গ্যাস বা ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। গ্যাসে চললে এটি থেকে ৩৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ প্লান্ট স্থাপনের কাজ করছে চীনের ‘কোম্পানি কনসোটিয়াম অব হারবিনং ইলেকট্রিক ইন্টার্যা্শনাল লিমিটেড এবং জিয়ানশু ইটার্ন কোম্পানি লিমিটেড’।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়