X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৩:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৩:৪২

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেছে মানিকগঞ্জের বিভিন্ন সংগঠন। এই দুই গুণী ব্যক্তির স্মরণে তাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া, ঢাকা-পাটুরিয়া পর্যন্ত রেল লাইন নির্মাণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেস ক্লাব,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ, বারসিক, সুজনসহ বিভিন্ন সংগঠন  এসব কর্মসূচি পালন করে।

সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রথমে তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মহাসড়কের পাশে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ  জাহঙ্গীর আলম বিশ্বাস, বারসিক প্রতিনিধি বিমল রায়,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, জাসদের ঘিওর উপজেলার সাধারণ সম্পাদক শামসুল আলম খান,নাট্য পরিচালক গিনি আলম, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দিপু ও মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তারেক মাসুদ-মিশুক মুনীরসহ নিহতের পরিবারগুলোকে ক্ষতি পূরণ দেওয়া ও ঢাক থেকে পাটুরিয়া পর্যন্ত রেল লাইন নির্মাণের দাবি জানান।

উল্লেখ্য,২০১১ সালের ১৩ আগস্ট সকালে ‘কাগজের ফুল’ নামে একটি সিনেমার শ্যুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফিরছিলেন  চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, তার স্ত্রী ক্যাথরিন মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ ৯ জনের একটি দল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় তাদের বহন করা মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে সংর্ঘষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের ভেতরে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীর, প্রোডাকশন সহকারী ওয়াসিম,জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ পাঁচ জন নিহত হন। দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ