X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে পঙ্গু ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৮:০৭আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৮:২৯

আবুল বশর। ঈদের আগের রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।

পূর্ব শত্রুতা থাকায় আবুল বশর (৪৯) নামের এক ব্যক্তিকে বছর দেড়েক আগে পিটিয়ে এক পা ভেঙে পঙ্গু করে দিয়েছিল প্রতিপক্ষ। এরপর তার ছেলেকেও পিটিয়ে পঙ্গু করে দেয় এবং শ্যালককে ছুরিকাঘাতে হত্যা করে। এসব ঘটনায় দায়ের করা মামলায় বাদী হওয়ার কারণে এবার আবুল বশর (৪৯) নামের ওই ব্যক্তিকেই ঈদের আগের রাতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোররাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীর পাড়া এলাকায়।

নিহতের স্ত্রী শামসুন নাহারের অভিযোগ চিহ্নিত প্রতিপক্ষই ভাড়াটে লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত বশর এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে।

এ ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আবুল বশরের স্ত্রী শামসুন নাহারের বর্ণনা ও মামলার এজাহার অনুযায়ী, ২০-২৫ জনের একটি দল ঘরের দরজা ভেঙে তার স্বামীকে তুলে নিয়ে গলাটিপে হত্যা করে পার্শ্ববর্তী ধানক্ষেতে লাশ ফেলে রেখে চলে যায়। আবুল বশরকে বাড়ি থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বিষয়টি অবহিত করা হলে উপপরিদর্শক স্বপনের চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তবে তারা আশেপাশে তল্লাশি চালিয়ে বশরকে উদ্ধার করতে পারেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে পাশের চাষাবাদের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর ঈদের দিন সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় একই এলাকার আজিজুর রহমানের ছেলে আব্দুল হামিদকে প্রধান আসামি করে এজাহারে উল্লিখিত ১৬ জন ও অজ্ঞাত ১০-১২ জনের নামে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন তিনি।

তবে ঘটনার ৪দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাশ জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

শামসুন নাহার আরও জানান, স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। এসময় তাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জমি-জমার বিরোধ নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বলে জানান তিনি। বছর দেড়েক আগে একই প্রতিপক্ষের হামলায় এক পা হারান বশর। এর আগে বশরের শ্যালক বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। বশরের ছেলে মিজানকেও কুপিয়ে প্রায় পঙ্গু করে ফেলে। এসব ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন বশর। সেসব মামলার বাদী থাকায় এবার তাকেও হত্যা করে শত্রুরা।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি