X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফিরতি পথেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১০:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১০:৫২

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাগেরহাটে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা বাস কর্তৃপক্ষও স্বীকার করেছে।

ঢাকা ও চট্টগ্রামগামী একাধিক যাত্রী অভিযোগ, বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় হাঁকডাক করে বাড়তি ভাড়া আদায় করা হলেও এর কোনও প্রতিকার মিলছে না। নিরুপায় হয়েই যাত্রীরা অতিরিক্ত টাকা দিচ্ছেন। ঢাকার আগের ভাড়া ৪০০-৪৫০ টাকা সেখানে এখন নেওয়া হচ্ছে সাড়ে ৬০০-৭০০ টাকা। একইভাবে চট্টগ্রামের আগের ভাড়া ছিল ৬৫০ টাকা। তা এখন নেওয়া হচ্ছে ১ হাজার ৩০০ টাকা।

কচুয়া থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে সায়দাবাদের টিকিট কাটতে আসা মো. শাহীন বলেন, ‘আমি প্রায়ই গ্রামীণ সার্ভিস পরিবহনে যাতায়ত করি। বাগেরহাট থেকে ঢাকার ভাড়া ৪৫০ টাকা। ঈদের অজুহাত দিয়ে আমার কাছ থেকে নিয়েছে ৭০০ টাকা।’

ঢাকাগামী আরেক যাত্রী মো. সোহাগ বলেন, ‘চাকরির জন্য ঢাকা যেতেই হবে। তাই বাধ্য হয়ে আমি আর আমার বন্ধু ১৩০০ টাকা দিয়ে বনফুল ট্রান্সপোর্টে  দু’টি টিকিট কেটেছি। যাত্রীরা বাধ্য হয়েই যাত্রীরা টাকা দিচ্ছে। এটা কোনও নিয়ম হতে পারে না।’

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাস ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করে বাগেরহাট গ্রামীণ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. ফেরদাউস বলেন, ‘ঈদের সময় আমরা সাড়ে ৪০০ টাকার ভাড়া ৭০০ টাকা নিচ্ছি। কারণ ঢাকা থেকে ফেরার সময় যাত্রী না থাকায় আমাদের ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হয়।’

বনফুল ট্রান্সপোর্টের ম্যানেজার মো. সোহেল বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মালিকপক্ষ থেকে বলা হয়েছে তাই বাড়তি টাকা নেওয়া হচ্ছে।’

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ বাকি তালুকদার বলেন, ‘ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা কোনোক্রমেই উচিত নয়। ঢাকাগামী পরিবহনগুলো বাগেরহাট সমিতিভুক্ত না হওয়ায় তারা ইচ্ছা মতো ভাড়া আদায় করলেও আমাদের কিছুই করার নেই।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া