X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফিরতি পথে গাড়ির চাপ থাকলেও যানজট নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১২:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৩:০২

  সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট কোরবানির ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের লোকজন। ফলে আবারও যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জের ব্যস্ততম দু’টি মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঈদের তৃতীয় দিনে যানবাহনের চাপ না তেমন না থাকলেও শুক্রবার থেকে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে। ফলে নলকা ও ধোপাকান্দি সেতুর দু’পাশে শুক্রবার ও শনিবারও যানবাহনের ধীর গতি দেখা গেছে। এ দু’টি সেতু ঈদের আগে ভুগিয়েছে উত্তরাঞ্চলগামী যাত্রীদের। তবে সড়কে যানজট নেই।

জেলার ৭১ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন অংশে ঈদপূর্ব  সওজের জোড়াতালির কাজ নষ্ট হয়ে ফের ছোটবড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কের কয়েকটি অংশে যানবাহন স্বাভাবিক গতিতে যেতে পারছে না বলে জানা যায়। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চান্দাইকোনা থেকে ভুইয়াগাতী এবং ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নানগনর থেকে খালকুলা পর্যন্ত প্রায় ৮/১০ কিলোমটিার অংশে এ সমস্যা রয়েছে।  সওজ থেকে দু’টি ট্রাকে বিটুমিন ও পাথর নিয়ে ঈদ পরবর্তী ভ্রাম্যমাণ মেরামত চাল রয়েছে। তবে ঈদের আগের মতো যানজট সৃষ্টি না হয় সেজন্য তৎপর রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও হাটিকুমরুল হাইওয়ে থানাসহ কড্ডা ট্রাফিক ফাঁড়ির পুলিশ।

ঢাকায় বেসরকারি কোম্পানিতে কর্মরত দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা তৌহিদুজ্জামান ইমন সকালে বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে পলাশবাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা করি। বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যানজট না থাকলেও আমিন বাজারের কাছে কিছুটা ছিল। তারপরেও মাত্র ৮ ঘণ্টায় ঢাকা আসতে পেরেছি।  ঈদের আগে তো ২৫ ঘণ্টায় বাড়ি গিয়েছিলাম।’

সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

বাংলাদেশ সেতু রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ (বিবিএ)’র সূত্রের বরাদ দিয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন বলেন, ‘ সিরাজগঞ্জের দু’টি মহাসড়কে ঈদ পূর্ব ও পরবর্তী খানাখন্দ মেরামতে সওজ কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দিয়ে কাজ  চালু রাখা হয়েছে।’

সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, ‘ঈদের পর বৃষ্টি ও ভারী যানবাহনের চলাচলে কারণে জেলার মহাসড়কের কিছু অংশে নতুন খানাখন্দ হয়েছে। সেসব জায়গায় সওজের মোবাইল মেইনটেন্যান্স কাজ চালু রাখা হয়েছে।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম শনিবার বলেন, ঈদের পর উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। তবে, নলকা ও ধোপাকান্দি সেতু দু’টি সরু হওয়ায় যানাবাহনের ধীর গতি আছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়