X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ডায়াগনস্টিকের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১০:১৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৩১

 

ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নওগাঁর ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কোনও ভুল নেই। ডেঙ্গু পরীক্ষার কিটে সমস্যা থাকতে পারে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকায় ক্লিনিকগুলোয় পরীক্ষা করাচ্ছেন আক্রান্তরা। কিন্তু পরীক্ষায় ভুল রিপোর্ট আশায় মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন।

বলিহার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের বলেন, ‘আমার ছেলে ইশতিয়াক আহম্মেদের (৩০) জ্বর হলে ১০ আগস্ট নওগাঁ ল্যাব এইড হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়। আমি ছেলেকে নিয়ে ঢাকার মহাখালী রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষায় দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। অর্থাৎ ল্যাব এইডে পরীক্ষার রিপোর্ট ভুল ছিল।’

হাসিনুর হাসান জিম (২৩)জ্বর হলে ১৫ আগস্ট  ল্যাব এইডে রক্ত পরীক্ষা করেন। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়েছে। এই ফলাফল নিশ্চিত হওয়ার জন্য শহরের কমপ্যাথ ল্যাবরেটরিতে একই পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রদর্শিত হয়। দু’টি ল্যাবে পৃথক ফলাফলের সন্দেহ দূর করতে বগুড়া ইবনে সিনা কনসালটেশন সেন্টারে ডেঙ্গু এনএস-১ পরীক্ষা করেন। সেখানে নেগেটিভ আসে।

এ ব্যপারে নওগাঁ ল্যাব এইডের প্রশাসনিক কর্মকতা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের পরীক্ষায় প্রক্রিয়াগত কোনও ত্রুটি নাই। তবে ডেঙ্গু পরীক্ষার কিট (ডিভাইস) এর ক্রুটির কারণে এ ধরনের সমস্যা হতে পারে। কারণ বিদেশ থেকে ডিভাইস আমদানির ক্ষেত্রে সরকারের কোনও বিধি-নিষেধ নেই।’

 এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মুমিনুল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। ডেঙ্গুর মতো স্পর্শকাতর  বিষয়ে ভুল রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী