X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে: মেনন

যশোর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১৮:৪২আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৮:৪৫

ভাতার বই বিতরণ অনুষ্ঠানে রাশেদ খান মেনন আগামী নির্বাচন জনগণের ভোটের অধিকারের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এখনই জিহাদ ঘোষণা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে পড়বে।’

রবিবার (১৮ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের সাধারণ ও বিশেষ বরাদ্দের ভাতার বই বিতরণ অনুষ্ঠানে  তিনি প্রধান অতিথি ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘ভাতা কারও দয়া নয়, এটা জনগণের অধিকার। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না। কারণ, তারা আমাদের সম্পদ। এ অধিকার থেকে তারা কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বন্দবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবীর জাহিদ, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ, জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, সুবিধাভোগী আকবার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৩২০ জন বয়স্ক, ১২৫ জন বিধবা ও ১৩১ জন অসচ্ছল প্রতিবন্ধীর হাতে ভাতার বই তুলে দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি