X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রবিবার কুমিল্লার দেবিদ্বারে অধ্যাপক মোজাফফরের দাফন

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২২:১৭আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২৩:১২

অধ্যাপক মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের দাফন রবিবার (২৫ আগস্ট) বাদ জোহর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় কুমিল্লা টাঊন হল মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে তার বাড়ির সামনে চতুর্থ নামাজে জানাজা শেষে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দেবিদ্বার উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী এ তথ্য জানান।

এর আগে, শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মোজাফফর আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হয়। পরে বাদ আছর বাইতুল মোকাররম মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত  শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্তেকাল করেন।  তিনি স্ত্রী ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমেনা আহমেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নবম ও দশম সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ কেয়াম উদ্দিন ভূঁইয়া, মায়ের নাম আফজারুন্নেছা। তার বাবা ছিলেন স্কুলশিক্ষক। মোজাফফর আহমদ স্থানীয় হোসেনতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনে ও দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং ভিক্টোরিয়া কলেজে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইউনেস্কো থেকে একটি ডিপ্লোমা লাভ করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে দেবিদ্বার আসনে মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে বিজয়ী হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের ছয় সদস্যের উপদেষ্টা পরিষদের একজন ছিলেন তিনি। ১৯৭৯ সালে অধ্যাপক মোজাফফর সংসদ সদস্য নির্বাচিত হন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা