X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশের ৪ দিন অতিবাহিত হলেও সিলগালা হয়নি রাবির কর্মচারী ক্লাব

রাবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় আদালতের নির্দেশের চার দিন অতিবাহিত হলেও এখনও সিলগালা করা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী ক্লাবটি। ৩ সেপ্টেম্বর আদালত বিশ্ববিদ্যালয় প্রক্টরের সহযোগিতায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লাবটি সিলাগালা করার নির্দেশ দেন। তবে ওসি বলছেন, প্রক্টর অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কিছুই করতে পারেন না। অন্যদিকে প্রক্টর বলছেন, পুলিশকে বলা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা সিলগালা করবে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় বহিরাগতসহ ২৮-৩০ জনকে আটক করে পুলিশ। পরে প্রক্টরের সঙ্গে কথা বলে ১২ জনকে রেখে ঘটনাস্থল থেকে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরের দিন সকালে ছয় কর্মচারীকে মুচলেকা নিয়ে প্রক্টরের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বহিরাগত ছয়জনকে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে মৌখিক বক্তব্য পেশ করেন। রাষ্ট্রপক্ষের সিআই আসামিদের জামিনে বিরোধিতা করেন।

দুই পক্ষের বক্তব্য শুনে রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক নূর আলম মোহাম্মদ নিপু আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবঘরটি বিনোদনের মাধ্যম হলেও তা বর্তমানে জুয়ার আসরের পরিণত হয়েছে বলে উল্লেখ করেন। প্রক্টরের সহযোগিতায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সিলগালার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে প্রতিষ্ঠিত জুয়ার আসর থাকা হতাশাব্যঞ্জক ও দুঃখজনক বলেও উল্লেখ করেন আদালত।

সিলগালার বিষয়ে জানতে চাইলে মতিহার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি ব্যতিত এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করতে পারি না। প্রক্টর বিষয়টি অবগত রয়েছেন তার অনুমতি পেলে আমরা সিলগালা করবো।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনায় বলা হয়েছে প্রক্টরের সহযোগিতায় মতিহার থানার ওসিকে সিলগালা করতে। আমি ওসিকে বলেছি সিলগালার জন্য। তারা চলতি সপ্তাহে সিলগালা করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা