X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিলন হত্যাকাণ্ড: পুলিশসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নোয়াখালী প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০

মিলন হত্যাকাণ্ড: পুলিশসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে পুলিশের উপস্থিতিতে কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন এসআই মো. আকরাম শেখসহ পলাতক ২১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) নোয়াখালী আমলী আদালত ২নং এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান এই পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের বাসিন্দারা ২০১১ সালের ২৭ জুলাই ছয় ডাকাতকে পিটিয়ে হত্যা করে। ঐদিন সকালে চর ফকিরা গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন কিশোর মিলন। পথে চর কাঁকড়া একাডেমি স্কুলের সামনে থেকে তাকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশের গাড়িতে তুলে দেয় স্থানীয়রা। কোম্পানীগঞ্জ থানার তৎকালীন এসআই মো. আকরাম শেখের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় না নিয়ে টেকের বাজারে গাড়ি থেকে নামিয়ে উত্তেজিত জনতার হাতে ছেড়ে দেয়। পরে বিক্ষুব্ধ জনতা কিশোর মিলনকে পুলিশের উপস্থিতিতে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার কয়েকদিন পর মোবাইলে ধারণকৃত ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মিলনের মা কোহিনুর বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের জুলাই মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আতাউর রহমান ভূঁইয়া (বর্তমানে অন্য জেলায় কর্মরত) মামলা তদন্তে ভিডিও চিত্র দেখে হত্যার ঘটনায় শনাক্ত হওয়া ২৭ ব্যক্তি ও চার পুলিশ সদস্যসহ ৩১ জন আসামি সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ডিবি-পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রতিবেদনটি গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য ২০১৬ সালের জানুয়ারিতে সিআইডিকে নির্দেশ দেন। অধিকতর তদন্ত শেষে গত ৯ মার্চ অভিযোগপত্র জমা দেন সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ।

নতুন অভিযোগপত্রে চর কাঁকড়া ইউনিয়ন পরিষদের তৎকালীন সদস্য জামাল উদ্দিন, তাঁর সহযোগী মিজানুর রহমান মানিকসহ ২৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়। মামলার আসামিদের মধ্যে ৭ জন জামিনে ও বাকিরা পলাতক রয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…