X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ‘ধর্ষকের’ সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে, কাজি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪

শহিদুল ইসলাম লালমনিরহাটে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষকের’ সঙ্গে বিয়ে পড়ানোর অভিযোগে কাজি শহিদুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহিদুল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের নিকাহ নিবন্ধক।

লালমনিরহাট থানা পুলিশ জানায়, আড়াই মাস আগে প্রাইভেট শিক্ষক শাহীন আলমের বিরুদ্ধে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রাইভেট শিক্ষক শাহীনসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে শাহীনকে বুধবার রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিয়ে পড়ানোর অভিযোগে কাজি শহিদুলকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লালমনিরহাট সদর থানার এসআই মাইনুল ইসলামের বিরুদ্ধে শাহীন এবং ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবারই তাকে হাতীবান্ধা সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

লালমনিরহাট সদর এ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি এসএম শফিকুল ইসলাম বলেন, ‘এসআই মাইনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখনই এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।’

এদিকে মহেন্দ্রনগর ইউনিয়নের কাজি শহিদুল ইসলাম থানায় দাবি করে বলেন, 'আমি এই বিয়ে দেইনি। এমনকি তাদেরকে আমি চিনিও না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।'

উল্লেখ্য, গত আড়াই মাস আগে ২৫ জুলাই সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে লালমনিরহাটের একটি স্থানীয় ক্লিনিকে গর্ভপাত করানো হয়েছে বলে মেয়ের বাবা অভিযোগ করেন। এ ঘটনায় ১১ আগস্ট থানায় মেয়ের বাবা একটি অভিযোগ দেন। এরপর ২৩ আগস্ট প্রাইভেট শিক্ষক শাহীন এবং ওই শিক্ষার্থীর বিয়ে হয়।
আরও পড়ুন: 
লালমনিরহাটেও 'ধর্ষকের' সঙ্গে বিয়ের অভিযোগ, এসআই’কে বদলি

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়