X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জুয়াড়ির বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৬

বগুড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জুয়াড়ির বিরুদ্ধে মামলা বগুড়া টাউন ক্লাব থেকে গ্রেফতার ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জুয়াড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে সদর থানা পুলিশ শহরের জিরো পয়েন্ট সাতমাথার টেম্পল রোডে ১২৩ বছরের প্রাচীণ ওই ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও সেখান থেকে নগদ ১৬ হাজার টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করে।

গ্রেফতাররা হলেন- বগুড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামাল শামীম, নারুলীর গোলাম আলী, দক্ষিণ চেলোপাড়ার হেলাল উদ্দিন, বাদুড়তলার আবদুল খালেক, মালগ্রামের আমিনুল ইসলাম, নিউমার্কেট এলাকার মুকুল, নামাজগড়ের মঞ্জুরুল আলম, সেউজগাড়ির আবদুল ওয়াছেক পিন্টু, নারুলী উত্তরপাড়ার সিরাজুল ইসলাম, চান্দপাড়ার সাগর, নারুলী পশ্চিমপাড়ার মোক্তার হোসেন, ছোট বেলাইল গ্রামের বাচ্চু মিয়া, ধাওয়াপাড়ার আবুল হোসেন, পাইকারপাড়ার কেএনএম শহিদুল ইসলাম ও গাবতলীর হামিদপুর গ্রামের শহিদুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া টাউন ক্লাব আগে কিংবদন্তি খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত ছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে এ ক্লাবে আর খেলাধুলা হয় না। সেখানে অবাধে জুয়ার আসর বসে। প্রতিদিন বিপুল সংখ্যক তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে জুয়া খেলতে আসেন। পুলিশ খোঁজখবর নিয়ে অভিযান চালালে সেখানে রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার বড় বড় জুয়াড়িকে ধরতে পারতেন। বিপুল পরিমাণ টাকাও পাওয়া যেতো। তবে পুলিশের অভিযান টের পেয়ে অনেক রাঘববোয়াল টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হন। তারা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ওই ক্লাবে স্থায়ীভাবে জুয়া বন্ধ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আমরা চাই ক্লাবগুলো আবার খেলোয়াড়দের কলকাকলিতে ভরে উঠুক। আবার তৈরি হোক নতুন নতুন খেলোয়াড়।’

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা বলেন, ‘বগুড়া টাউন ক্লাব থেকে গ্রেফতার সাধারণ সম্পাদক শামীম ও ১৪ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা