X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইবিতে প্রক্টরের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত

ইবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের অপসারণের চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।  রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করতে থাকে তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহগামী ক্যাম্পাসের বাস আকটা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে কোনও দাবি আদায় করা যায় না। ছাত্রলীগকে বলা হয়েছে, একটু সময় দিতে। যোগ্যতা সম্পন্ন কাউকে পেলে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের অপসারণের দাবি নিয়ে দুপুর ১টার দিকে উপাচর্য অধ্যাপক ড. হরুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা অধ্যাপক ড. মাহবুবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও আশ্বাস না পাওয়া প্রশাসন ভবন থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলে অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরূদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিলটি ক্যাম্পাসের ডায়না চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। এতে আটকা পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বহনকারী গাড়িগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া-ঝিনাইদহে অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে অনেকে লাইনের গাড়িতে করে চলে যেতে দেখা যায়। এরপর সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিকাল ৫টার দিকে তালা খুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে প্রধান ফটকের তালা খুলে দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত না আসায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছাত্রলীগের আন্দোলন চলছিল।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মাহবুবর রহমান। দায়িত্ব নেওয়ার পর ওই দিনই ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা উপাযাচার্যের কাছে তার অপসারণের দাবি জানান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া