X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুরো দেশকে জুয়ার আসর বানিয়ে রেখেছে সরকার: মির্জা ফখরুল

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল (ছবি– প্রতিনিধি)

বর্তমান সরকার ক্যাসিনো ও মেগাপ্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও দাবি করেছেন, ‘সরকার পুরো দেশটাকে জুয়ার আসর বানিয়ে রেখেছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহ মহানগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘জুয়া-ক্যাসিনোর চেয়েও অনেক বড় অপরাধ করেছেন আপনারা—দেশের মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছেন। সংবিধানে যে অধিকার দেওয়া আছে, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন। এর জবাবদিহিতা একদিন করতে হবে আপনাদের।’

তিনি আরও বলেন, ‘এই সরকার গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে। অথচ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, সব করেছে তারা। একাত্তরের পর সরকার গঠনের পর রক্ষীবাহিনী গঠন করে দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগ।’ এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারকে হঠিয়ে খালেদা জিয়াকে জেলখানা থেকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মসজিদের নগরী ঢাকাকে বর্তমানে জুয়া ও ক্যাসিনোর নগরীতে পরিণত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের মাধ্যমে জেলখানা থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

মীর্জা আব্বাস বলেন, ‘বিএনপি যেখানেই সমাবেশ করছে, সরকার সেখানেই বাধা সৃষ্টি করছে।’ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা