X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ০১:৫৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:৫৬

রাবিতে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল

ছাত্রীর সঙ্গে চাকরির জন্য টাকা নিয়ে দর কষাকষির ফোনালাপ ফাঁসের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবি জানিয়ে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি রাকসু ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

৩০ সেপ্টেম্বর রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে উপ-উপাচার্য সাদিয়া সম্বোধন করে একটি মেয়ের সঙ্গে কথা বলছেন। মেয়েটির সঙ্গে নূরুল হুদা নামে একজনকে চাকরি নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে উপ-উপাচার্যকে। এরপর থেকে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে। যদিও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া লিখিত বক্তব্যে দাবি করেন, ফাঁস হওয়া রেকর্ডটি আংশিক ও খণ্ডিতভাবে উপস্থাপন করে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মুরশেদুল ইসলাম সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুর মজিদ অন্তর বলেন, ‘জোহা স্যার তার ছাত্রদের অধিকার আদায়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। জোহা স্যারের এ ক্যাম্পাসে কোনও প্রকার দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। সেই জোহা স্যারেরই ছাত্র আমরা। তাই আমরাও কোনও অন্যায়-অবিচার মাথা পেতে নেবো না। এ দুর্নীতিবাজ উপ-উপাচার্য কোনোভাবেই আর এ চেয়ারে থাকতে পারেন না। আমরা তার অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি’।

লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আব্দুর মজিদ অন্তর আরও বলেন, উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল করবো আমরা। যতক্ষণ পর্যন্ত উপ-উপাচার্যের পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন বলেন, ‘উপ-উপাচার্যে ফোনালাপের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এরপরও তিনি উপ-উপাচার্য হিসেবে বহাল রয়েছেন। তাকে স্বপদ থেকে সরিয়ে দেওয়া হোক’।

উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি ছাত্রজোটের

এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে পদযাত্রা বের করে প্রগতিশীল ছাত্রজোট। পদযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলায় সমাবেশে মিলিত হয়। সেখানে তারা উপাচার্যের ‘জয় হিন্দ’ স্লোগান ও উপ-উপাচার্যের শিক্ষক নিয়োগ বাণিজ্যর অভিযোগে দু’জনেরই দ্রুত পদত্যাগের দাবি জানায়। এ সময় জোটের প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ইতিহাস বিভাগ ও জন ইতিহাস চর্চা কেন্দ্র তিনদিনব্যাপী আর্ন্তজাতিক সম্মেলনে সভাপতির বক্তব্য ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর ‘জয় হিন্দ’ স্লোগান দেন উপাচার্য। এটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারাদেশে বিভিন্নভাবে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এর পর থেকেই তোপের মুখে পড়েন উপাচার্য। পরবর্তীতে ভিসির পক্ষে জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এক বিজ্ঞপ্তিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা ও অতি প্রাসঙ্গিকভাবেই এ স্লোগান দিয়েছিলেন বলে দাবি করেন।

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া