X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলা

হিলি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:৪৮

দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ভারত ও বাংলাদেশের মানুষের পদচারণায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা মিলনমেলায় পরিণত হয়। সীমান্তের শূন্যরেখার দুই পারে ভিড় করেন শত শত মানুষ। এদের কেউবা পূজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে আসেন।

দুর্গাপূজা শুরুর পর প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন সমবেত হন সীমান্তে। যাদের পাসপোর্ট রয়েছে তারা পারাপার করতে পেরেছেন। তবে অন্যদের কাঁটাতারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে সীমান্তের এপার থেকেই ওপারের পূজা দেখতে হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলা

হিলি সীমান্তে আসা দর্শনার্থী শ্যামল ঘোষ বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজাকে ঘিরে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীর সমাগম ঘটে এই সীমান্তে।  কিন্তু যে আশায় আমরা এখানে আসি তা পূরণ হয় না। দুই পারের দুই বাংলা, মাঝখানে তারকাঁটার বেড়া। কিন্তু আমাদের মনকে তো আর ভাগ করতে পারেনি।  নাড়ির টানে ছুটে এসেছি সীমান্তে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সীমান্তে আসা শর্মিলা ঠাকুর ও স্মৃতি বালা বাংলা ট্রিবিউনকে জানান, হিলি সীমান্তে এসেছেন পূজা দেখার জন্য। একইসঙ্গে ভারতে বসবাসকারী আত্মীয়দেরও দেখতে চেয়েছিলেন। কিন্তু বিজিবি ও বিএসএফ অনুমতি না দেওয়ায় দেখা করা সম্ভব হয়নি। দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলা

হিলি সীমান্ত দিয়ে পাসপোর্টে ভারতে পূজা দেখতে যাওয়া পুষ্পা রানি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমার বাড়ি বগুড়ায়। শুনেছি ভারতের প্রতিমাগুলো অনেক ভালো ও মণ্ডপগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়। একারণেই প্রথমবাবের মতো পূজা দেখতে ভারতে যাচ্ছি।’ তার মতো ভারত থেকেও অনেকে পূজা দেখতে বাংলাদেশে আসেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক মানুষ হিলি সীমান্তে আসছেন। এদের কেউ  ভারতে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে আসেন। আবার কেউবা সীমান্তের শূন্য রেখা ঘূরে দেখেছেন। দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলা

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস রফিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, দুর্গাপূজার সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়