X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বান্দরবানে প্রবারণা উৎসব শুরু

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৩ অক্টোবর ২০১৯, ০৯:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৬

প্রবারণা পূর্ণিমায় ওড়ানো হচ্ছে ফানুস পার্বত্য জেলা বান্দরবানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ফানুস ওড়ানো ও সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে উৎসব শুরু হ‌য়; যা তিন দিন ধরে চলবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক এই উৎসব উপলক্ষে শহর ও পাহাড়ি পল্লিগুলো‌তে চলছে নানা আচার-অনুষ্ঠান। প্রাণিজগতের মঙ্গল কামনায় জাদিতে জাদিতে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। 

মারমা সম্প্রদায় জানায়, তাদের আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে ধর্মীয় গুরুদের খাবার দেওয়া, ফানুস ওড়ানো, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, পিঠা তৈরি, প্রদীপ প্রজ্বালন, রথযাত্রা ও সাঙ্গু নদীতে রথ বিসর্জন।

প্রবারণা পূর্ণিমায় মোমবাতি প্রজ্বালন প্রথা আছে, সিদ্ধার্থ গৌতমবুদ্ধ মাথার এক গুচ্ছ চুল কেটে বলেছিলেন, তিনি যদি সিদ্ধিলাভের উপযুক্ত হন, তবে এই চুল যেন নিচে না প‌ড়ে উপ‌রে উঠে যায়। তাঁর ইচ্ছানুযায়ী চুলগুচ্ছ আকাশে উড়ে গিয়েছিল। বুদ্ধের কেশধাতুর পূজার অংশ হিসেবে আকাশে এই ফানুস ওড়ানো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পূজার মধ্য দিয়ে ফানুসের মতো পাপও আকাশে উড়ে যাবে।

প্রবারণা উৎসবকে ঘিরে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নতুন পোশাকে ঘুরে বেড়াচ্ছে এক পাড়া থে‌কে অন্যপাড়ায়। তরুণী সাই মে প্রু জানায়, তিন মাস বর্ষবাস (উপবাস) পাল‌নের পর তারা প্রবারণা পূ‌র্ণিমা পালন কর‌ছে। বর্ষবাসের সময় তারা কোনও প্রাণিজ খাবার গ্রহণ করেন না।

প্রবারণা পূর্ণিমায় ওড়ানো হচ্ছে ফানুস আদি কৃষ্টি-সংস্কৃ‌তির উৎসব দেখতে পল্লিগুলো‌তে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও। চট্টগ্রাম থে‌কে ‌বেড়া‌তে আসা পর্যটক চিত্র শিল্পী শওকত জাহান জানান, ছু‌টি পে‌লে প্রতিবছ‌রই প্রবারণা পূ‌র্ণিমার অনুষ্ঠান দেখ‌তে বান্দরবান বেড়া‌তে আসি। অনেক ভালো লা‌গে এ অনুষ্ঠান দেখ‌তে।

বান্দরবানের ভান্তে (ধর্মীয় গুরু) সত্যজিৎ জানান, শত শত বছর ধরে এই ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে আসছে মারমা সম্প্রদায়। গৌতম বুদ্ধ এ দি‌নে আকা‌শে চুল উ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছিলেন। তাই মারমা সম্প্রদায় বিশ্বাস ক‌রে, এ দি‌নে ফানুস উ‌ড়ি‌য়ে ‌দি‌লে তা‌দের পাপমোচন হয়।

প্রবারণা পূর্ণিমায় ওড়ানো হচ্ছে ফানুস আত্মবিশ্লেষণের শিক্ষা, মাতৃকর্তব্য পালন ও বিনয়বিধান অনুশীলনের বহুবিধ মহিমায় প্রবারণা পূর্ণিমা মহিমান্বিত। প্রতিবছর আশ্বিনী পূর্ণিমায় বৌদ্ধরা শ্রদ্ধাভক্তি সহকারে প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন।

আগামী ১৪ অক্টোবর গভীর রাতে সাঙ্গু নদীতে রথ বির্সজন এবং শহরের পূণ্যার্থে বিহারের উদ্দেশে গমন, পঞ্চশীল গ্রহণ ও ধর্মাদেশনার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!