X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে জড়িত সবাই নজরদারিতে আছেন: ওবায়দুল কাদের

রাজশাহী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৪:৫২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:২২

রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে যাদের নাম এসেছে তারা সবাই নজরদারিতে আছেন। কেউ পার পাবে না। রবিবার ( ১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশেই চলবে। কেউ পার পাবে না। ’

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। ছাত্র রাজনীতির কোনও দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে রাজশাহী যান ওবায়দুল কাদের। রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউজে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌমন্ত্রী খালেদ মাহামুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। পরে তারা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন।

জানা গেছে, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের আটটি জেলা ও মহানগরসহ সাংগঠনিক নয়টি জেলার মোট ২৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছেন আটটি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সদর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর কমিটির সাংগঠনিক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রতিনিধি সভায় অংশ নেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী