X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কর্মীর কাঁধে চড়ে সমাবেশে যুবলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৫ অক্টোবর ২০১৯, ২৩:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৮:৩৪

কর্মীর কাঁধে চড়ে সমাবেশে যুবলীগ নেতা!

দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার সময় মিছিলে কর্মীর কাঁধে চড়ে সমাবেশস্থলে গিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি শামশুদ্দোহা সিকদার প্রকাশ ওরফে আরজু সিকদার। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ১০ অক্টোবর মডেল থানার সামনে সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগ সদস্য ওমর শরীফের কাঁধে চড়ে ওই সমাবেশে উপস্থিত হন আরজু সিকদার। এরপর তিনি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন ছবিটি। উপজেলা যুবলীগের কয়েকজন  নেতাকর্মীও ওই ছবি তাদের ফেসবুকে আপলোড করেন। প্রণব দে নামে একজন এই ছবি ফেসবুকে আপলোড করে লেখেন ‘রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুবরাজ।’

তবে এই কাজের সমালোচনা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, আরজু সিকদার যে কাজটি করেছেন, সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না। তিনি কর্মীর কাঁধে চড়তে পারেন না।

এ সর্ম্পকে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্মীর ঘাড়ে কেন নেতা চড়বেন? এর পক্ষে থাকার কোনও সুযোগ নেই। কোনও আদর্শিক নেতা এই ধরনের কাজ করতে পারেন না।’

জানা যায়, ওই সমাবেশে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ। ঘটনা সর্ম্পকে জানতে চাইলে কোনও বক্তব্য দিতে রাজি হননি তিনি।

তবে এ ব্যাপারে আরজু সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্মীরা তো নেতাকে কাঁধে নিতেই পারেন। উপজেলা সদর থেকে মিছিল নিয়ে আমরা মডেল থানার সামনে যাই। থানার সামনে যাওয়ার সময় ওমর শরীফ আমাকে কাঁধে তুলে নেন।’

তিনি আরও বলেন, ‘মিছিল করার সময় কর্মীদের মধ্যে উত্তেজিত একটা ভাব থাকে। ওমর শরীফ ওই উত্তেজনা থেকে আমাকে কাঁধে তোলেন। পরে কাঁধে করে থানার সামনে নিয়ে যান।’

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা