X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই জন কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৫:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:১৬

শেখ নজরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম রনি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় শরীয়তপুরে দুই ব্যক্তিকে আটক করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। রাত ১১টার দিকে নাগেরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মিঠু সিকদারের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাদের দুই জনকে গ্রেফতার দেখানো হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন সিনএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয়দানকারী মঞ্জুরুল ইসলাম রনি ও দৈনিক প্রভাতী খবরের শেখ নজরুল ইসলাম।

পুলিশ, ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার বালুচড়া গ্রামের জামাল শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি (৩২) ও শরীয়তপুর পৌরসভার বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরেই সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তারা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের মিঠু সিকদারের মুদি দোকানে গিয়ে পলিথিন চায়। মিঠু সিকদার পণ্য বিক্রির জন্য রাখা পলিথিন বের করে দেন। তখন তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং পলিথিন বিক্রি অবৈধ হওয়ায় মিঠু সিকদারকে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান। এ সময় মিঠু সিকদার বাজারের সভাপতিকে আনার জন্য বাইরে গেলে তারা মিঠু সিকদারের বাবা মন্টু সিকদারের কাছে ১০ হাজার টাকা দাবি করে। মন্টু সিকদার ঝামেলা এড়ানোর জন্য ছয় হাজার টাকা দেন। কিন্তু তারা আরও চার হাজার টাকার জন্য চাপ দেয় এবং না দিলে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়।

এক পর্যায়ে মুদি ব্যবসায়ী মিঠু সিকদার মোবাইল ফোনে বিষয়টি গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তিনি দুই জনকে আটকে রাখতে বলেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে বিকাল ৫টার দিকে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয়দানকারী রনি ও নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে। রাত ১১ টার দিকে ব্যবসায়ী মিঠু সিকদার বাদী হয়ে রনি ও নজরুলকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। শুক্রবার বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, নাগেরপাড়া বাজারে চাঁদাবাজির করার সময় ব্যবসায়ীরা নজরুল ও রনি নামে দুই জনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের কাছে সিএনএন বাংলা টিভি ও দৈনিক প্রভাতী খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। ব্যবসায়ী মিঠু সিকদারের দায়ের করা চাঁদাবাজি মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া