X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরিবারের অভিযোগ, ট্রাফিক সার্জেন্ট বকশিকে হত্যা করা হয়েছে

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৮ অক্টোবর ২০১৯, ১৭:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:১৭

ট্রাফিক সার্জেন্ট বকশি মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম নগরীর বন্দর রোডে ট্রাফিক পুলিশের সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহকে (শাওন) হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। তাদের দাবি, কাভার্ড ভ্যানের ড্রাইভার পূর্ব আক্রোশ থেকে ইচ্ছা করেই তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নিহত পুলিশ সার্জেন্টের বাড়িতে গেলে তারা এই প্রতিবেদকের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শাওনের মায়ের উদ্ধৃতি দিয়ে ছোট ভাই মেহেদী হাসান বাঁধন বলেন, ‘এবার ভাই এসে মাকে বলেছেন, মা আমি যে জায়গায় চাকরি করছি (চট্টগ্রামের বন্দর রোড) সেই জায়গাটা ভালো না। খুব তাড়াতাড়ি অন্যত্র বদলি নেবো।’

বাঁধন বলেন, ‘ভাই বদলি নিয়েছেন, কিন্তু সেটা চিরতরের বদলি! ভাই আর ফিরবেন না। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানতে চাইলে মেহেদী হাসান বাঁধন বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা নয়। আমার ভাই গাড়িচালকের আক্রোশের শিকার, এটা হত্যাকাণ্ড।’

একজন দায়িত্বরত পুলিশ সদস্যকে এভাবে মেরে ফেলা মেনে নেওয়া যায় না, এমন মন্তব্য করে বাঁধন বলেন, ‘আমার ভাই যে এলাকায় দায়িত্ব পালন করতেন, সেই রোডে অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি চলতো। বিভিন্ন সময় ভাই ওইসব গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এমন নানা কারণে ইচ্ছাকৃত আমার ভাইকে গাড়িচাপা দেওয়া হয়েছে।’

বাঁধন জানান, প্রায় এক সপ্তাহ ছুটি কাটিয়ে ১৩ অক্টোবর কর্মস্থলের উদ্দেশে চট্টগ্রাম গেছেন শাওন। ছুটিতে এসে বাড়িতে অনেক আত্মীয়-স্বজনকে দাওয়াতও খাইয়েছেন তিনি। যাওয়ার আগে স্থানীয় মসজিদ ও কবরস্থানের উন্নয়নে দানও করেছেন।

প্রসঙ্গত, নিহত পুলিশ সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহর (শাওন) বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম পোড়ামানিকটারী গ্রামে। তার বাবার নাম বকশি মোহাম্মদ জয়নাল আবেদীন ও মায়ের নাম মর্জিনা বেগম। স্ত্রীর নাম মিথিলা।

ট্রাফিক সার্জেন্ট বকশির বাড়িতে তার লাশবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার সকালে নিহত পুলিশ সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে গিয়ে দেখা যায়, শাওনের লাশের জন্য অপেক্ষা করছেন তার পরিবারের সদস্যসহ স্বজন ও এলাকাবাসী। ছেলের শোকে আর্তনাদ করছেন শাওনের মা মর্জিনা বেগম। দুপুর ১টার দিকে বকশি মোহাম্মদ আবদুল্লাহকে (শাওন) বহনকারী লাশবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। দুপুর তিনটায় জানাজা শেষে কালাম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহকে (শাওন) দাফন করা হয়।

শাওনের মৃতদেহ নিয়ে আসা তারই সহকর্মী পুলিশ সার্জেন্ট আলমগীর কবির জানান, ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর...
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!