X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লাকসামে ট্রেন ছাড়ার আগে গার্ড নিখোঁজ!

কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ২২:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৮

 

লাকসাম রেলওয়ে স্টেশন

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে গার্ডকে খুঁজে না পাওয়ায় নোয়াখালীগামী একটি লোকাল ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আরেকজন গার্ডকে দিয়ে ট্রেনটি ঢাকার পথে পাঠানো হয়েছে।

লাকসাম স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লাকসাম রেলওয়ে জংশন থেকে নোয়াখালীগামী ৪৬ নং ডাউন ট্রেনটি ছাড়ার কথা ছিল। এজন্য টিকিটও কাটেন অনেক যাত্রী। কিন্তু, নির্দিষ্ট সময়ে রেল কর্তৃপক্ষ ট্রেনটি না ছাড়ায় যাত্রীদের তোপের মুখে পড়েন লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার। এসময় যাত্রীদের বিক্ষোভ করতেও দেখা গেছে।

লাকসাম থেকে চৌমুহনীগামী ট্রেনযাত্রী শাহাবুদ্দিন জানান, লাকসাম-নোয়াখালী রেলরুটে একমাত্র লোকাল ট্রেনের অপেক্ষায় আমরা সারাদিন থাকি। কিন্তু, কর্তৃপক্ষের অবহেলা আর অব্যবস্থাপনায় শত শত যাত্রী রেল স্টেশনে আটকা পড়ে আছেন। ট্রেনটির যাত্রা বাতিল না করায় আমরা টিকিটের মূল্যও ফেরত পাচ্ছি না। এ কারণে বিকল্প পথেও যেতে পারছি না।

রাত ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইকবাল হোসেন মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে জানান, ট্রেনটি নিয়ে গোলাম মোস্তফা নামে এক গার্ডের কুমিল্লা থেকে থেকে নোয়াখালী যাওয়ার কথা ছিল। কিন্তু,  তাকে খুঁজে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের পরও ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এরপর রাত সাড়ে নয়টার দিকে আবারও ফোন করা হলে তিনি জানান, গার্ড গোলাম মোস্তফাকে খুঁজে না পাওয়া যাওয়ায় নোয়াখালীর উদ্দেশে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। পরে আরেকজন গার্ড দিয়ে ট্রেনটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

গার্ড গোলাম মোস্তফার কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তার কোনও খবর পাচ্ছি না। তার ফোন বন্ধ। তারপরও তার খবর নেওয়ার জন্য বাসায় যোগাযোগের চেষ্টা চলছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট