X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভুলের বালুচরে বিএনপি-জামায়াতের রাজনীতি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৯:০৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:২৬



সিরাজগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াতের রাজনীতি ভুলের বালুচরে আটকা পড়েছে। তারা নির্বাচনি মাঠ থেকে পালায়। জনগণ আর তাদের আস্থায় নেবে না।’

সোমবার (২১ অক্টোবর) দুপুরে তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্বদরবারে রোল মডেলে পরিণত করা হয়েছে।’

সিরাজগঞ্জসহ সারাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসে দেশ ও জাতির উন্নয়ন করেছে। বঙ্গবন্ধু-কন্যার নেতৃত্বে সিরাজগঞ্জের যমুনার পাড়ে ভাঙনরোধে ১২টি স্পার নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতের শাসনামলে এসব স্পার অযত্নে-অবহেলায় যমুনায় বিলীন হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই জনপদের মানুষের।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। তবে তাদের এই ষড়যন্ত্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ নস্যাৎ করে দেবে।’

কাজিপুরের যমুনাপাড়ের খুদবান্দিতে ভাঙনরোধে ২০৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়