X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেওয়ানগঞ্জে পুড়িয়ে ফেলা হলো ৩ লাখ টাকার কারেন্ট জাল

জামালপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৯:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:৫৬





কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত; যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় ১১ জেলেকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানার শিকার জেলেরা হলেন—সজল (৪৫), মনু মিয়া (৩৫), হাবিল (৩০), নিশান (৩৫), মঞ্জুরুল (৩৫), লাল মিয়া (২৫), দুলাল (৩৫), সুজা মিয়া (২৫), ফজলু (৪০), চাঁন মিয়া (৩৫) ও সোনা মিয়া (৩৫)। তারা উপজেলার চরহলকা হাবড়াবাড়ী ও টিনেরচর গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান, বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান ও চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান।
মাটিতে বসে থাকা ব্যক্তিদের জরিমানা করা হয় দেওয়ানগঞ্জ মৎস্য অফিসার মাহমুদুর রহমান জানান, ইলিশ সংরক্ষণে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি সোমবার ভোরে যমুনা নদীতে কারেন্ট জাল ফেলে মা ইলিশ শিকার করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ব্যক্তিদের ১০ জনকে মাথাপিছু ৫ হাজার করে ও এক জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, যমুনা নদীতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। প্রতি রাতেই নদীতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!