X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আটকের পর মুক্তিপণ চেয়ে ধরা খেলো পাঁচ ভুয়া ডিবি পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৪:৪০আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৪:৪৯

ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচ ব্যক্তি ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রদীপ দাস নামের এক ভ্যানচালককে আটক করে তার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি ও বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভ্যানচালক প্রদীপ দাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করছেন। পুলিশ গ্রেফতারকৃত পাঁচ আসামিকে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে মাটির তৈরি হাঁড়িপাতিল নিয়ে কালীগঞ্জ থেকে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন প্রদীপ দাস। সেসময় কালীগঞ্জ-নলডাঙ্গা রোডের পুলিশ বক্সের কাছে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভ্যানচালক তার মোবাইল দিয়ে ছেলে তুষার দাসের কাছে ফোন করে ভুয়া ডিবি পুলিশের দেওয়া মোবাইল নম্বরে টাকা বিকাশ কররতে বলেন। ১৪ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার জানার পর পুলিশ তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিন জন প্রতারককে আটক করে। পরে রাতে অভিযান চালিয়ে বাকি দুই জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিকাশে নেওয়া নগদ ১৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত পাঁচ জন হলো- কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে জয়নুদ্দীন বিশ্বাস (৪৮), পাইকপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে মিল্টন (৩৫), একই গ্রামের কাসেম লস্কারের ছেলে হাসান (৩৭), কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে তৈয়ব আলী (৪৮) ও ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরিফুজ্জামান (৪৭)।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় পেনাল কোডের ১৭০/৩৪১/৩৪২/৩৮৫/৩৮৬/৪১৭/১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?